বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানে অবস্থানরত ৬৫০ আফগান নাগরিকের ভিসার আবেদন বাতিল করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানে অবস্থানরত ৬৫০ আফগান নাগরিকের ভিসার আবেদন বাতিল করল জার্মানি

বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় জার্মানিতে আশ্রয় চাওয়া ৬৫০ আফগান নাগরিকের ভিসা আবেদন বাতিল করেছে জার্মান সরকার। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছে, ভিসা আবেদন বাতিল করা ওই সব আবেদনকারীকে ইতিমধ্যেই লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। তাদের নিজ দেশ অর্থাৎ আফগানিস্তানে ফিরে যেতে অর্থনৈতিক সহায়তাও দেওয়া হয়েছে।  


বিজ্ঞাপন


জার্মানিতে আশ্রয় খোঁজা ওই সব আফগান নাগরিক পাকিস্তানে অবস্থান করছিলেন। তালেবানরা ক্ষমতা দখলের পর নিরাপত্তার ঝুঁকির মুখে হাজার হাজার আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। বিশেষ কর্মসূচির আওতায় তাদের মধ্যে কিছু সংখ্যক আফগান নাগরিককে জার্মানিতে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটির সাবেক চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার।

জার্মান বার্তা সংস্থা ডিপিএর এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, সমন্বিত পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, জার্মানিতে আসার সুযোগ দেওয়ার আর কোনো বাধ্যবাধকতা নেই।

এর আগে গত সপ্তাহে জার্মান সরকার জানায়, পাকিস্তানে অবস্থানরত কিছু আফগান নাগরিকের ভিসার আবেদন দাপ্তরিকভাবে নাকচ করা হবে। বলা হয়, রাজনৈতিক বিবেচনায় আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা আর জার্মান সরকারের নেই।

তবে জার্মান সরকারের আরও দুই কর্মসূচির আওতায় কয়েকশ আফগান নাগরিক জার্মানিতে আসার সুযোগ পেতে পারেন। স্বরাষ্ট্র দপ্তরের তথ্য মতে, জার্মান সরকারের সহযোগিতা কর্মসূচির আওতায় সাতশ একজন আফগান পাকিস্তানে অবস্থান করছেন। জার্মান ভিসা পেতে তাদের আবেদনের প্রশাসনিক কাজ চলছে। এরমধ্যে ৬১৯ জন আফগান জার্মান সরকারের ফেডারেল অ্যাডমিশন প্রোগ্রামের আওতাধীন। আর অবশিষ্ট ৮২ জন হলেন ওই সব ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, যারা তালেবান ক্ষমতা দখলের আগে জার্মান সরকারে জন্য স্থানীয় পর্যায়ে কর্মী হিসেবে কাজ করেছেন।  


বিজ্ঞাপন


তালেবান ক্ষমতা দখলের পর পাাকিস্তানে আশ্রয় নেওয়া অনেকেই আফগানিস্তানে বিদেশি সংস্থাগুলোর জন্য কাজ করতেন। বছরে পর বছর ধরে পাকিস্তান থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। তবে গত মে মাসে জার্মানিতে ফ্রিডরিশ ম্যার্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার ক্ষমতায় আসার পর ঝুঁকিতে থাকা আফগানদের রিসেটেলমেন্ট প্রোগ্রাম অর্থাৎ জার্মানিতে আশ্রয় দেওয়ার কর্মসূচি বাতিল করে দেয়।  

এর আওতায় আফগানিস্তানে জার্মান প্রতিষ্ঠানের জন্য কাজ করা আফগান, তাদের পরিবার ও আত্মীয়স্বজন এবং তালেবানের হাতে নির্যাতিত হওয়ার শঙ্কায় আছেন এমন ব্যক্তি যেমন, সাংবাদিক কিংবা আইনজীবী, এই সুবিধা পাওয়ার কথা ছিল। তবে এই কর্মসূচি বাতিল করা হলেও কোনো কোনো আফগান যারা জার্মান আদালতে মামলা দায়েরের পর জার্মানিতে প্রবেশের আইনি অধিকার পেয়েছেন, তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে। 

এদিকে, সহযোগিতা কর্মসূচির আওতায় পাকিস্তানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের জার্মানিতে আশ্রয় দিতে বার্লিনকে চলতি বছরের শেষ পর্যন্ত সময় দিয়েছে ইসলামাবাদ। অন্যথায়, সব আফগানকে নিজ দেশে ফিরে যেতে বাধ্য করবে পাকিস্তান প্রশাসন। তবে জোট সরকারের চুক্তিতে জার্মান সরকার ভলান্টারি ফেডারেল প্রোগ্রাম নামের ওই কর্মসূচিটি বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েচে। নতুন করে এমন কোনো কর্মসূচি আর হাতে না নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে গত মাসে জার্মান সরকার, পাকিস্তানে অবস্থানরত ওই সব আফগানদের, যারা ফেডারেল কর্মসূচির আওতায় জার্মানিত আশ্রয় নেওয়ার অপেক্ষায় ছিলেন তাদেরকে অর্থনৈতিক সহগযোগিতার প্রস্তাব দেয়। তবে শর্ত দেয়া হয়, অর্থনৈতিক সহযোগিতা নেয়ার পর তারা আর জার্মানিতে আসতে পারবেন না। তাদের মধ্যে মাত্র কয়েক ডজন ব্যক্তি এই অর্থনৈতিক সহগযোগিতা নিয়েছেন বলে জানা গেছে। 

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর