বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ায় বন্ডাই বিচে হামলাকারী ভারতের নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ায় বন্ডাই বিচে হামলাকারী হায়দরাবাদের বাসিন্দা

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদিদের একটি উৎসবে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা ঘটনায় জড়িত দুই বন্দুকধারীর একজন— সাজিদ আকরাম (৫০) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। 

গত রোববার অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ গণহত্যার একটিতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৫০ বছর বয়সী আকরামও রয়েছেন, যিনি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও তার ২৪ বছর বয়সি ছেলে ছেলে নাভিদ আকরাম পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


বিজ্ঞাপন


মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘সাজিদ আকরাম ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং ভারত ত্যাগের আগে তার বিরুদ্ধে কোনও অপরাধের রেকর্ডও ছিল না। এপর্যন্ত পারিবারিক কারণে ছয়বার ভারত সফর করেছেন তিনি। তবে পরিবারের সদস্যরা তার উগ্র মানসিকতা বা কার্যকলাপ সম্পর্কে, অথবা কোন পরিস্থিতিতে তিনি উগ্রবাদে জড়িয়েছেন, সে সম্পর্কেও তারা কিছু জানেন না।’

বিবৃতিতে আরও বলা হয়, বন্ডাই বিচে হামলায় জড়িত দুই বন্দুকধারীর মৌলবাদে আকৃষ্ট হওয়ার পেছনে ভারত বা তেলেঙ্গানার সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে মনে করে তেলেঙ্গানা পুলিশ। 

image

এদিকে অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, গত মাসে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। এসময় সাজিদ ভারতীয় পাসপোর্টে এবং ছেলে নাভিদ অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করেছিলেন।


বিজ্ঞাপন


কর্মকর্তারা জানিয়েছেন, তাদের এই ভ্রমণের উদ্দেশ্য তদন্ত করে দেখছেন তারা, হামলাকারী এই বাবা-ছেলে কোনও সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত কিনা বা তারা ফিলিপাইনে এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

ফিলিপিইনের অভিবাসন বিভাগ নিশ্চিত করেছে, বাবা ও ছেলে নভেম্বরের প্রায় পুরো মাস ফিলিপাইনে কাটিয়েছেন, বাবা একজন ভারতীয় নাগরিক হিসেবে দেশে প্রবেশ করেছেন।

দেশটির অভিবাসন মুখপাত্র ডানা স্যান্ডোভাল এএফপিকে বলেন, ‘ভারতীয় নাগরিক ৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং অস্ট্রেলিয়ার নাগরিক ২৪ বছর বয়সী নাভিদ আকরাম গত ১ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফিলিপাইনে আসেন এবং ২৮ নভেম্বর ম্যানিলা ত্যাগ করেন। তাদের এই ভ্রমণের বিষয়ে তদন্ত শুরু করছে ফিলিপাইন পুলিশ।’


সূত্র: এএফপি, ডন

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর