বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে ঘন কুয়াশায় ১০ বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

ভারতে ঘন কুয়াশায় ১০ বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ভারতে ঘন কুয়াশার কারণে ১০টি যানবাহনের সংঘর্ষে ঘটা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে মথুরার দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে সাতটি বাস এবং তিনটি গাড়ির সংঘর্ষে এ হতাতের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় একাধিক যানবাহনে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মথুরার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, ‘এই দুর্বল দৃশ্যমানতার কারণেই বাস এবং গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ফলে গাড়িগুলোতে আগুনও লেগে যায়।’ 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, যে ২৫ জন আহত হয়েছেন তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। জীবিত যাত্রীদের সরকারি গাড়ির মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এসএসপি বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করা হচ্ছে। এছাড়া গাড়িগুলো সরিয়ে সড়কটি খুলে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন



সূত্র: এনডিটিভি

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর