মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ এএম

শেয়ার করুন:

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের
ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে সতর্ক করেছে হোয়াইট হাউস। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি বার্তা দিয়েছে দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি লেখেন, কেউ যদি নিজের সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে তিনি কোনো চুক্তি মানেন না, তবে তিনি অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রে আসতে পারেন। তবে গাজায় চুক্তি সম্পাদনের পর হোয়াইট হাউস কোনোভাবেই নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করতে দেবে না।


বিজ্ঞাপন


হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলার অভিযোগ উঠছে।

trump-2ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার ভিত্তিতে এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। এই ২০ দফাই যুদ্ধবিরতির ভিত্তি। এর একটি দফায়, ‘বিমান ও গোলা হামলাসহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত’ রাখার কথা বলা হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই মাস পরও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে প্রায় প্রতিদিন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় প্রায় চার শ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি বাহিনী এখনো গাজার অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় ত্রাণ সরবরাহ বেড়েছে। তবে ইসরায়েলি বিধিনিষেধ ও নিরাপত্তাহীনতা এখনো বিদ্যমান। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলা নিয়েও মতবিরোধ চলছে।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর