সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুয়াশা-দূষণে দিল্লিতে বিমান চলাচলে বিপর্যয়, বিলম্বিত মোদির ফ্লাইটও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

কুয়াশা-দূষণে দিল্লিতে বিমান চলাচলে বিপর্যয়, বিলম্বিত মোদির ফ্লাইটও

ঘন কুয়াশা ও বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। ব্যাহত হচ্ছে বিমান চলাচল। দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়া দিল্লি বিমানবন্দরে ৩০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। পরিস্থিতির প্রভাব পড়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরেও। তার বিমানও নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছ, সোমবার নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদির জর্ডান সফরে রওনা দেওয়ার কথা ছিল। সকাল সাড়ে ৮টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বিশেষ বিমান উড়ার কথা ছিল। তবে ভোর থেকেই দিল্লি ও তার সংলগ্ন এলাকায় আকাশ ঢেকে যায় কুয়াশা ও ধোঁয়ার আস্তরণে। দৃশ্যমানতা নেমে আসে বিপজ্জনক স্তরে। এমন পরিস্থিতিতে দিনের আলো থাকলেও চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। 


বিজ্ঞাপন


বিমান চলাচলের ক্ষেত্রে দৃশ্যমানতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে মোদির ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নির্ধারিত সময়ে এক ঘণ্টা পর সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বিমানে ওঠেন মোদি।  

জানা গেছে, ১৫ থেকে ১৮ ডিসেম্বর জর্ডান, ইথিওপিয়া এবং ওমান সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত-জর্ডান কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের আমন্ত্রণে প্রথমে সেখানেই যাচ্ছেন তিনি। 

মোদির এই সফর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জর্ডানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে একাধিক বৈঠকের কথা তার সফরসূচিতে। কিন্তু আবহাওয়াজনিত কারণে সেই সফরের সূচনা বিলম্বিত হওয়ায় স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৫৬। দৃশ্যমানতা এতই কম ছিল যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। 


বিজ্ঞাপন


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট র‌্যাডার২৪ জানিয়েছে, সোমবার সকালে ৩০০টি বিমান ছাড়তে এবং ৪০টি ফ্লাইট নামতে দেরি হয়েছে। 

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কুয়াশার সঙ্গে বায়ু দূষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাতাসে সূক্ষ্ম ধূলিকণার মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় শুধু দৃষ্টিসীমা কমেনি, একই সঙ্গে উড়ান পরিচালনায় ঝুঁকিও বেড়েছে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল এবং বিমান চালকদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখা হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। 

এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোসহ অন্যান্য বিমান সংস্থাগুলো ফ্লাইট বিলম্বের বিষয়ে সতর্ক করেছে। পাশাপাশি রাস্তায় যানজটের আশঙ্কায় যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শও দেওয়া হয়েছে।

এছাড়াও কম দৃশ্যমানতার কারণে দিল্লিতে আগমন ও প্রস্থানকারী ৯০ টির বেশি ট্রেন ছয় থেকে ৭ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে।

অন্যদিকে ঘন কুয়াশায় দিল্লির পথঘাট প্রায় অদৃশ্য। ‌কুয়াশার সঙ্গে মিশে আছে ভয়ংকর মাত্রার দূষণ। সবমিলিয়ে দৃশ্যমানতা প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে।‌ সেই সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সমস্যা তো আছেই। এই অবস্থায় শহরটির জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। বেশিরভাগ মানুষই বাড়ি থেকে বের হননি। রাস্তায় যে সামান্য গাড়ি বেরিয়েছে সেগুলোও চলছে অত্যন্ত ধীর গতিতে। 

পরিস্থিতি বিবেচনায় সরকারি ও বেসরকারি সকল অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশনা জারি করেছে দিল্লি সরকার। একই সঙ্গে একাদশ শ্রেণি পর্যন্ত (দশম শ্রেণি বাদে) সব শিক্ষাপ্রতিষ্ঠানকে হাইব্রিড পদ্ধতিতে সরাসরি ও অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।


সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে

 

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর