সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্দুকধারীর হামলায় রক্তাক্ত অস্ট্রেলিয়ার বন্ডি সৈকত, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

বন্দুকধারীর হামলায় রক্তাক্ত অস্ট্রেলিয়ার বন্ডি সৈকত, নিহত ১০
গুলিতে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।

অস্ট্রেলিয়ার সিডনি শহরের উপকূলের বিখ্যাত ও জনপ্রিয় সমুদ্র সৈকত বন্ডি বিচে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারী আছেন বলে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার বিকেলে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, দ্বিতীয় সন্দেহভাজন হামলাকারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও সংকটাপন্ন। এ ছাড়া এই ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সিডনির অন্য কোনো স্থানে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আর কোনো হামলার খবর পাওয়া যায়নি। একই সঙ্গে জনগণকে অযাচিত ও যাচাইহীন গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ।

australia-3নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সম্ভাব্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আছে কি না-তা খতিয়ে দেখতে তল্লাশি চলছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি বন্ডি বিচে চলমান হনুকা অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কি না-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


বিজ্ঞাপন


এই দৃশ্য ভয়াবহ ও হৃদয়বিদারক: প্রধানমন্ত্রী

ঘটনার পর এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্ডি বিচের পরিস্থিতিকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনারের সঙ্গে তিনি কথা বলেছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, “নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। নিশ্চিত তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।” তিনি আরও জানান, পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

ঘটনার সময় বন্ডি বিচে হনুকা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারি নামের এক প্রত্যক্ষদর্শী। তিনি জানান, হঠাৎ গুলির শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার ভাষ্য অনুযায়ী, একটি সেতুর ওপর দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি ভিড় লক্ষ্য করে গুলি ছুঁড়ছিল।

ব্যারি বলেন, তিনি মাটিতে একাধিক মানুষকে পড়ে থাকতে দেখেছেন। পরিস্থিতি বুঝে সন্তানদের নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে এক বন্ধুর গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

হনুকা উপলক্ষে অনুষ্ঠান চলছিল

পুলিশ ও আয়োজকদের সূত্রে জানা গেছে, বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুকার প্রথম দিন উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। ‘চানুকা বাই দ্য সি ২০২৫’ নামে আয়োজিত এই অনুষ্ঠানটি বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল। বন্ডির ইহুদি কেন্দ্র চাবাদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সব বয়সী মানুষের জন্য বিভিন্ন আয়োজন ছিল।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, অভিযান এখনো চলমান। জনসাধারণকে বন্ডি বিচ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

australia-2গোলাগুলির পর আতঙ্কে শত শত মানুষ সৈকত এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর বলা হয়েছে।

১৯৯৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা

পুলিশের তথ্য অনুযায়ী, এই হামলায় ১০ জন নিহত হওয়ায় এটি ১৯৯৬ সালের পোর্ট আর্থার হামলার পর অস্ট্রেলিয়ায় সবচেয়ে প্রাণঘাতী গোলাগুলির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

১৯৯৬ সালে তাসমানিয়ার পোর্ট আর্থারের একটি ঐতিহাসিক স্থানে এক বন্দুকধারীর হামলায় ৩৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। ওই ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে একটি বড় মোড় তৈরি করে। এরপরই দেশটিতে বিশ্বের অন্যতম কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন চালু হয়। চালু করা হয় অস্ত্র পুনঃক্রয় কর্মসূচি, মালিকদের ওপর কড়াকড়ি নজরদারি-যার ফলে বন্দুক হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

এরপর অস্ট্রেলিয়ায় খুব কম সংখ্যক গণ-গুলির ঘটনা ঘটেছে। সেগুলোর বেশির ভাগই ছিল পারিবারিক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট, জনসমাগমপূর্ণ স্থানে নয়—আজকের ঘটনার মতো নয়।

এই কারণে ঘটনাটি অস্ট্রেলিয়ার জন্য অপরিচিত ও গভীরভাবে নাড়া দেওয়া এক ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: বিবিসি।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর