রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ চারটি দেশে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। কার্যকর কোনো চিকিৎসা না থাকা মশাবাহিত রোগের প্রাদুর্ভাবের কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 
 
শুক্রবার সিডিসির এক ঘোষণায় বলা হয়, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের জন্য লেভেল-২ ভ্রমণ পরামর্শ জারি করা হয়েছে, যেখানে মার্কিন নাগরিকদের এই অঞ্চলগুলোতে ভ্রমণের সময় ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন’ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা মূলত, উষ্ণমণ্ডলীয় এসব দেশে বর্তমানে মশাবাহিত রোগ ‘চিকুনগুনিয়ার’ প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করেছেন, যার কার্যকর কোনো চিকিৎসা নেই। 


বিজ্ঞাপন


স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, চিকুনগুনিয়ার কোনো চিকিৎসা না থাকলেও রোগটি টিকাপ্রতিরোধযোগ্য। যেসব এলাকায় এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানে কারো ভ্রমণের পরিকল্পনা রয়েছে, সেখানে ভ্রমণকারীদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

image

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী- ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় কমপক্ষে ৭০০ জন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে। 

উল্লেখ্য, চিকুনগুনিয়া ভাইরাসের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো জ্বর এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা। এছাড়া মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া বা ফুসকুড়িও হতে পারে। সংক্রামিত মশার কামড়ের সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। তবে বেশিরভাগ মানুষ এক সপ্তাহের মধ্যে সেরে ওঠেন।


বিজ্ঞাপন


গত ৩ অক্টোবরের ডব্লিউএইচওর এক বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন এবং নিশ্চিত চিকুনগুনিয়ার রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে ১৫৫ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: ফক্স নিউজ


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর