রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) হিসেবে নির্বাচিত হয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ। বর্তমান হাইকমিশনার ইতালির ফিলিপ্পো গ্রান্ডির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ২০১৬ সাল থেকে এই পদে অধিষ্ঠিত ছিলেন গ্রান্ডি।

শুক্রবার জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস স্বাক্ষরিত একটি চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 


বিজ্ঞাপন


গত ১১ ডিসেম্বর তারিখের ওই চিঠিতে বলা হয়েছে, সালিহকে ২০২৬ সালের ১ জানুয়ারী থেকে শুরু হওয়া পাঁচ বছরের মেয়াদের জন্য নিযুক্ত করা হয়েছে। তবে এই নিয়োগটি অস্থায়ী এবং ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির অনুমোদনের পরই কার্যকর হবে। 

রয়টার্স বলছে, ইরাকের কুর্দি অঞ্চলে নেতা সালিহের এই নিয়োগ, বৈশ্বিক সংস্থাটির প্রধান দাতা দেশগুলো থেকে ইউএনএইচসিআর নিয়োগের ঐতিহ্য ভেঙে দিয়েছে। কারণ এর আগের দায়িত্ব পালন করা ইউএনএইচসিআর-এর অর্ধেকেরও বেশি ইউরোপ থেকেই এসেছিলেন। 

এবারও এই পদের জন্য প্রায় এক ডজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, যার মধ্যে বেশ কয়েকজন ইউরোপীয় রাজনীতিবিদ, বিশ্বের বৃহত্তম আসবাবপত্র ব্র্যান্ড- আইকেইএ-এর একজন নির্বাহী, একজন ডাক্তার এবং একজন টিভি ব্যক্তিত্ব ছিলেন। 


বিজ্ঞাপন


প্রসঙ্গত, বারহাম সালিহ একজন ইরাকি রাজনীতিবিদ, যিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইরাকির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরআগে তিনি কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী এবং ইরাকি ফেডারেল সরকারের উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িক্ব পালন করেন। 

সূত্র: রয়টার্স


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর