শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪ দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

৪ দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির আশঙ্কা!

চার দিনের ব্যবধানে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ফের আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জেএমএ বলেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির আওমোরি প্রিফেকচারের হাচিনোহে শহরের উপকূলে এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার (৯.৯৪ মাইল)। 


বিজ্ঞাপন


ভূমিকম্পের পরপরই দেশের উত্তর ও উত্তর-পূর্ব অংশের জন্য সুনামির সতর্কতা জারি করেছে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে ১ মিটার (৩.২ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে জেএমএ।

এরআগে গত সোমবার (৮ ডিসেম্বর) একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। 

গত মঙ্গলবার জেএমএ সতর্কবার্তায় বলে, আগামী কয়েক দিনে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অন্তত এক সপ্তাহ জনগণকে উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানায় সংস্থটি। এর তিন দিন না পেরোতেই ফের ভূমিকম্পে কাঁপলো জাপান।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়।  দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তবে ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে।


সূত্র: আনাদোলু


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর