শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোদিকে নেতানিয়াহুর ফোন, কী নিয়ে আলোচনা হলো? 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

মোদিকে নেতানিয়াহুর ফোন, কী নিয়ে আলোচনা হলো? 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু। গতকাল বুধবার সন্ধ্যায় এই ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেছে তেলআবির ও নয়াদিল্লি। 

দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফোনালাপে প্রধানমন্ত্রী মোদি গাজা শান্তি পরিকল্পনার দ্রুত বাস্তবায়নসহ এই অঞ্চলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, উভয় নেতা ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং পারস্পরিক সুবিধার জন্য এই সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুই নেতা সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন এবং সকল প্রকার সন্ত্রাসবাদের প্রতি তাদের শূন্য-সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেছেন।’

পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি এক এক্স বার্তায় বলেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে। আমরা ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আমাদের সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছি। সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছি। ভারত এই অঞ্চলে ন্যায়সঙ্গত এবং টেকসই শান্তি অর্জনের লক্ষ্যে সকল প্রচেষ্টাকে সমর্থন করে।’


বিজ্ঞাপন


এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনার পর দুই নেতাই খুব তাড়াতাড়ি বৈঠকের বিষয়ে সম্মত হয়েছেন।’

সূত্র: এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর