পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) প্রধান আহমেদ শরিফ চৌধুরী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে একটি নারী সাংবাদিককে লক্ষ্য করে ‘চোখ মারার’ ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন। শুরু হয়েছে সমালোচনার ঝড়।
গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাওয়ালপিন্ডিতে আইএসপিআরের সদর দফতরে এই ঘটনাটি ঘটে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বিজ্ঞাপন
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, জিও নিউজ উর্দুর সাংবাদিক আবসা কোমাল আইএসপিআর প্রধানকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে প্রশ্ন করছেন।
কোমাল বলছিলেন, ‘আপনার বক্তব্যে ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রদ্রোহী এবং দিল্লির হাতের পুতুল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরকম গুরুতর অভিযোগে তিনি কি এককভাবে অভিযুক্ত? এর সঙ্গে পূর্বের অভিযোগগুলোর কি সম্পর্ক আছে? ভবিষ্যতে কি এরকম আরও অভিযোগ আসবে?’
এ প্রশ্নের জবাবে আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘আপনার যুক্তির মধ্যে আরও একটি পয়েন্ট যোগ করতে পারেন- ইমরান একজন মানসিক রোগী।’ এরপরই কোমালের দিকে তাকিয়ে একটি স্মিত হাসি দিয়ে চোখ মারেন আইএসপিআর প্রধান।
Pakistan's Army's DG ISPR winking at a female journalist after she questioned why they are being labelled as funded by Delhi.
— Elite Predators (@elitepredatorss) December 9, 2025
Honestly, I am not even surprised.pic.twitter.com/FzA4SMgSM8
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং ফেসবুকে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটিজেন এই ঘটনার নিন্দা করেছেন এবং সেনাবাহিনীর পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এমনভাবে ক্যামেরার সামনে প্রকাশ্যে ঘটনার অবতারণা হলো, এটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।’
আবার কারও কারও প্রশ্ন, ‘সেনা উর্দি পরে কেউ কী ভাবে প্রকাশ্যে এমন আচরণ করতে পারেন?’
সূত্র: জিও টিভি, এনডিটিভি
এমএইচআর

