তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজায় চলমান গণহত্যায় ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে, মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধগুলো ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর আনাদোলুর।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন এখনো অব্যাহত আছে।’
জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ৭৭তম বার্ষিকীতে তুরস্কের জনগণ এবং মানবাধিকার পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এরদোগান বলেন, ‘মানবজাতির যৌথ মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে।’
তবে তিনি এও উল্লেখ করেন, ‘বিশ্বজুড়ে বহু স্থানে এই ঘোষণাপত্রে উল্লেখিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছে, আর শান্তি ও ন্যায়ের মতো ধারণাগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।’
বিজ্ঞাপন
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজা আজ এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটিকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা মানবজাতির যৌথ দায়িত্ব।
তিনি আরও বলেন, গাজায় ন্যায়সংগত ও স্থায়ী শান্তির পথ হলো যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা।’
এরদোগান আরও বলেন, গাজাকে পুনরায় সংঘাতে টেনে নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরাইলের ওপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি।
-এমএমএস

