গাজায় টানা বৃষ্টি সৃষ্ট তীব্র বন্যায় বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বহু মানুষের তাঁবু প্লাবিত হয়েছে। আরব গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাফার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ভারী বর্ষণের ফলে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরে পানিবন্দি হয়ে পড়া মানুষজন সহায়তার জন্য তাদের কাছে ফোন দিচ্ছেন। খবর গালফ নিউজের।
বিজ্ঞাপন
অনেক পরিবার তাবুর ভেতরেই আটকা পড়ে আছে। ইসরায়েলের গণহত্যার কারণে গাজার প্রায় পুরো জনসংখ্যাই এখন বাস্তুচ্যুত।
পুরো অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।
দুই মাস ধরে যুদ্ধবিরতি চললেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী ঘর নির্মাণের কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি।
অন্যদিকে, সৌদি আরবের অধিকাংশ এলাকায়ও ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বর্ষণ শরু হয়েছে।
শিগগিরই যদি আবহওয়া পরিস্থিতির উন্নতি না ঘটে, সেক্ষেত্রে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদির মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।
এছাড়া মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা।
মরু আবহাওয়ার দেশ সৌদিতে ঝড়-বৃষ্টি বেশ বিরল। গত দু’তিন বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে।
-এমএমএস

