বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওর মুখ-ঠোঁট মেশিনগানের মতো: প্রেস সেক্রেটারিকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ এএম

শেয়ার করুন:

tramp
ডোনাল্ড ট্রোম্পের সঙ্গে তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

যুক্তরাষ্ট্রের ক্ষ্যাপাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সুন্দরী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের প্রশংসা করতে গিয়ে বলেছেন, ‘ওর (ক্যারোলিন) মুখ ও ঠোঁট সুন্দর, মেশিনগানের মতো।’ 

সম্প্রতি এক অর্থনৈতিক কর্মসূচির প্রচারের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় সেখানেই এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। 


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় এক জনসভায় ট্রাম্প তার প্রশাসনের অর্থনৈতিক সফলতার কথা বলছিলেন। তখন মূল বিষয় থেকে সরে গিয়ে তার ২৮ বছর বয়সি প্রেস সেক্রেটারিকে নিয়ে বলেন, ‘আজ আমরা সুপারস্টার ক্যারোলিনকে পর্যন্ত নিয়ে এসেছি। সে কি দারুণ না? ক্যারোলিন কী অসাধারণ?’

ক্যারোলিন তার চেয়ে ৫০ বছরেরও বেশি ছোট। ট্রাম্প বলেন, ‘যখন সে ফক্সের টেলিভিশন চ্যানেলে যায়, সেখানে সে দাপিয়ে বেড়ায়, দাপিয়ে বেড়ায়। সে যখন মঞ্চে ওঠে তার ওই সুন্দর মুখ আর সেই ঠোঁট নিয়ে, যা থামে না, যেন একটা ছোট্ট মেশিনগান।’

তিনি আরও বলেন, ‘তার (ক্যারোলিন) কোনো ভয়-ভীতি নেই। কারণ আমাদের নীতি সঠিক। আমাদের এখানে নারীদের খেলায় পুরুষেরা অংশ নেয় না। আমাদের সবাইকে রূপান্তরকামী হতে বাধ্য করতে হয় না।’


বিজ্ঞাপন


ট্রাম্প আরও বলেন, ‘আমাদের উন্মুক্ত সীমান্ত নীতিও নেই, যেখান থেকে গোটা বিশ্ব-জেলখানা ও অন্য সব জায়গা থেকে আমাদের দেশে ঢুকতে পারবে, তাই ওর (ক্যারোলিন) কাজটা একটু সহজ।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর