বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হচ্ছে আশ্রয় 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হচ্ছে আশ্রয় 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন অভিবাসন নীতি আরও এক ধাপ এগোল। ‘নিরাপদ দেশ’ তালিকা নিয়ে একমত হয়েছে ইউরোপীয় দেশগুলো। গত এপ্রিলে প্রকাশিত ওই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এই তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের জন্য ইইউতে আশ্রয় পাওয়া আরও কঠিন হবে।

সোমবার ইউরোপীয় কাউন্সিলের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নতুন অভিবাসন ও আশ্রয় নীতি নিয়ে তাদের অবস্থান চূড়ান্ত করেছে। এই পরিকল্পনায় রয়েছে কঠোর আশ্রয় নিয়ম, একটি সাধারণ ‘নিরাপদ দেশ’ এর তালিকা এবং যেসব অভিবাসী থাকার অনুমতি পান না তাদের ফেরত পাঠানোর কঠোর ব্যবস্থা।

নতুন নিয়ম অনুযায়ী, এই পদক্ষেপের মাধ্যমে এসব দেশের নাগরিকদের আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি করা যাবে। পাশাপাশি তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা যাবে। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও আছে- ভারত, কলোম্বিয়া, মিশর, কসোভো, মরক্কো ও টিউনিশিয়া।

যারা এ প্রস্তাবগুলো সমর্থন করেছেন তারা বলছেন, এটি ইউরোপে অনিরাপদ পথ পাড়ি দিয়ে আসা কমাতে সাহায্য করবে। তবে অনেকগুলো মানবাধিকার সংগঠন বলছে, এই নিয়ম অনেক মানুষের প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ার অধিকার ক্ষুণ্ন করবে। 

এখন এই অবস্থান ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা হবে। অনুমোদন পেলে নীতিগুলো ২০২৬ সাল থেকে কার্যকর হতে পারে, যা ইইউর অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন এনে দেবে।


বিজ্ঞাপন


এর আগে, ২০১৫ সালে ইইউ একই ধরনের একটি তালিকা তৈরির উদ্যোগ নেয়। কিন্তু তুরস্ককে অন্তর্ভুক্ত করা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হলে সেই পরিকল্পনা বাতিল করা হয়।

বর্তমানে যেসব দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আশ্রয়প্রার্থী ইইউতে প্রবেশ করছেন, সেসব দেশের ভিত্তিতেই এই নতুন তালিকা করা হয়েছে। কমিশন বলছে, সময়ের সঙ্গে তালিকাটি হালনাগাদ করা হবে।

সূত্র: ডয়চে ভেলে

এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর