মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০ 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনীর আগুন নেভাতে সক্ষম হয়েছে এবং ভবনের ভেতরে আরও সম্ভাব্য হতাহতদের খোঁজ অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আগুন লাগার সময় কিছু কর্মচারী সেই সময় ভবনে দুপুরের খাবার খাচ্ছিলেন এবং অনেকে বাইরে বের হয়েছিলেন।   

স্থানীয় সংবাদমাধ্যম কমপাস টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন অগ্নিনির্বাপক কর্মী ভবনের ভেতরে থাকা লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।  

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ভবনটি জাপানি ড্রোন কোম্পানি টেরা ড্রোন কর্পোরেশনের অফিস, যারা খনি ও কৃষি খাতে জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সরবরাহ করে।

আগুন লাগার বিষয়ে মন্তব্যের অনুরোধের জন্য সাড়া দেয়নি কোম্পানিটি।


বিজ্ঞাপন


সূত্র: রয়টার্স

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর