রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাপান।
অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা ইউরোপীয় ইউনিয়নকে সাফ জানিয়ে দিয়েছেন, জাপানের থাকা রাশিয়ার সম্পদ জব্দ করার কোনও আইনি ভিত্তি নেই। খবর তাস ও দ্যা পলিটিকোর।
বিজ্ঞাপন
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ বিলিয়ন ডলার মূল্যের রুশ সম্পদ বাজেয়াপ্ত করার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাব জাপান প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন:
দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা বলেছেন, জাপানে এমন কোনও আইন নেই, যা দিয়ে রাশিয়ার সম্পদ জব্দ করা যায়।
পলিটিকো জানিয়েছে, জি৭-এর ইইউ সদস্যরা জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর রাশিয়ার জব্দ করার জন্য চাপ দিয়ে আসছে।
বিজ্ঞাপন
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে।
এর মধ্যে প্রায় ৫-৬ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে রয়েছে, আর বেশিরভাগই ইউরোপে অবস্থিত- যার মধ্যে বেলজিয়ামের ইউরোক্লিয়ার সেটেলমেন্ট প্ল্যাটফর্মে প্রায় ২১০ বিলিয়ন ডলার রয়েছে।
-এমএমএস

