জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। আগামী কয়েক দিনে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অন্তত এক সপ্তাহ জনগণকে উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলেছে, স্থানীয় সময় সোমবার রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল)।
বিজ্ঞাপন
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর আওমোরি, ইওয়াতে এবং হোক্কাইদো প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে তুলে নেওয়া হয়েছে। তবে বেশ কয়েকটি স্থানে ৭০ সেন্টিমিটার (২৭ ইঞ্চি) উচ্চতার ঢেউ দেখা গেছে। এখনো কিছু ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে এবং হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ নেই।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের উদ্দেশে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, ‘দৈনন্দিন ভূমিকম্প প্রস্তুতি পুনরায় নিশ্চিত করুন—যেমন আসবাবপত্র ঠিকভাবে স্থির করা এবং কম্পন অনুভব করলে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিন’।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যেই প্রায় ৯০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তবে ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি, রয়টার্স
এমএইচআর

