মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজায় দ্রুতই শুরু হচ্ছে শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ এএম

শেয়ার করুন:

গাজায় দ্রুতই শুরু হচ্ছে শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুতই শুরু হতে চলেছে, তবে প্রধান বিষয়গুলোর সমাধান এখনো হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডের প্রস্তাবিত এই দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজা থেকে আরও সেনা প্রত্যাহার, একটি অন্তর্বর্তী প্রশাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে। বিনিময়ে, হামাসকে অস্ত্র ত্যাগ করে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে।


বিজ্ঞাপন


নেতানিয়াহু সাংবাদিকদের জানান, চলতি মাসের ২৯ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের বিষয়ে তার গুরুত্বপূর্ণ আলোচনায় বসার কথা রয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ’র সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, গাজায় হামাসের শাসনের অবসান ঘটিয়ে তাদের অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে। আন্তর্জাতিক বাহিনীর মাধ্যমে হামাসকে নিরস্ত্রীকরণ করা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ইসরায়েলই শেষ পর্যন্ত নিরস্ত্রীকরণ নিশ্চিত করবে।

অন্যদিকে, হামাসের শীর্ষ কর্মকর্তা বাসেম নাইম অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, তারা অস্ত্র সমর্থনের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। এটি তাদের আগের অবস্থান (ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত অস্ত্র না ছাড়ার নীতি) থেকে একটি পরিবর্তন।

যুদ্ধবিরতির চ্যালেঞ্জ: যুদ্ধবিরতি কার্যকরের দুই মাস পরেও উভয় পক্ষ প্রতিদিন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ৩৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


ইসরায়েলি বাহিনী এখনো গাজার অর্ধেকেরও বেশি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, ত্রাণ সরবরাহ কিছুটা বাড়লেও ইসরায়েলি বিধিনিষেধ ও নিরাপত্তাহীনতা এখনো বড় সমস্যা। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলা নিয়েও মতবিরোধ চলছে।

/একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর