মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ এএম

শেয়ার করুন:

লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা

মঙ্গলবার মধ্যরাতে (বাংলাদেশ সময় অনুযায়ী), দখলদার ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করেছে। এই অবকাঠামোগুলি হিজবুল্লাহর এলিট 'রাদওয়ান ফোর্স' ব্যবহার করত বলে দাবি করা হয়েছে।


বিজ্ঞাপন


ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান হামলায় রাদওয়ান ফোর্সের ব্যবহৃত ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহ এই স্থানগুলো ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করত ও সেগুলো বাস্তবায়ন করত।

/একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর