রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুসল্লিদের ঢল

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুসল্লিদের ঢল

পূর্বঘোষণা অনুসারেই ভারতের মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 

সাসপেন্ড হওয়া এই তৃণমূল বিধায়কের কর্মসূচির জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল ১২ নম্বর জাতীয় সড়ক।


বিজ্ঞাপন


১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। ৩৩ বছর পর, এবার একই দিনে বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা। 

শনিবার সকাল স্থানীয় সময় বেলা ১১টার পরেই মুর্শিদাবাদের বেলডাঙার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়। বেলা গড়াতেই মানুষের ঢল নামে রাস্তায়, কলকাতামুখী লেনে পর পর দাঁড়িয়ে পড়ে গাড়িগুলি। 

এর ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। প্রশাসনিক সূত্রে খবর, সন্ধ্যার আগে জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।


বিজ্ঞাপন


বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি যেখানে হয়েছে, সেই জায়গাটি জাতীয় সড়ক থেকে খুব বেশি দূরে নয়। মেরেকেটে ৩০০ থেকে ৪০০ মিটার। তাই সড়কপথে ওই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বহু মানুষ। 

জাতীয় সড়কে বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে। পিছনের গাড়িগুলি দাঁড়িয়ে পড়ায় অনেকে প্রায় সাত-আট কিলোমিটার পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছোন। 

জাতীয় সড়কের পার্শ্ববর্তী কৃষিজমিগুলির উপর দিয়ে অনেকে সভাস্থলে পৌঁছোনোর চেষ্টা করেন। জাতীয় সড়ক ধরে অনেককে মসজিদ নির্মাণের জন্য মাথায় ইট নিয়ে আসতেও দেখা যায়। 

পরিস্থিতি আঁচ করে আগেই বহু গাড়িকে পলাশি থেকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। তার পরেও অবশ্য যানজট পুরোপুরি সামাল দেওয়া যায়নি।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর