শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘অরাস সেনাট’ নয়, মোদির ফরচুনারে চড়লেন পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

‘অরাস সেনাট’ নয়, মোদির ফরচুনারে চড়লেন পুতিন 

দুই দিনের সফরে ভারতের রাজধানীতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লির পালাম বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। পুতিনের ভারত সফরের জন্য ‘ফোর্ট্রেস-অন-হুইলস’ বা ‘চাকার ওপর দুর্গ’ নামে পরিচিত ‘অরাস সেনাট’ নামের অত্যাধুনিক সাঁজোয়া বিলাসবহুল লিমুজিন গাড়িটি মস্কো থেকে আনা হয়েছে। বিমানবন্দরে সেই অরাস সেনাট প্রস্তুত ছিল, তবে পুতিন মোদির ফরচুনার টয়োটা গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে রুশ প্রেসিডেন্টকে বহনকারী বিমান। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। পরে দিল্লি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় মোদির সরকারি গাড়িতেই (টয়োটা ফরচুনার) ভ্রমণ করতে ইচ্ছা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এসময় পুতিনের বিলাসবহুল লিমুজিন অরাস সেনাট সেই টয়োটা ফরচুনারের পেছনেই ছিল।


বিজ্ঞাপন


মূলত, রুশ প্রেসিডেন্টের এই সফরকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে ভারত। এতে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের উচ্চ প্রশিক্ষিত কর্মী, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআই পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে।

পুতিনের ব্যস্ত সময়সূচি চলাকালীন তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আগেভাগেই ৫০ জনেরও বেশি রুশ বিশেষ নিরাপত্তাকর্মী দিল্লিতে পৌঁছেছেন। দিল্লি পুলিশ ও এনএসজির কর্মকর্তাদের সঙ্গে পুতিনের গাড়িবহর যেসব পথে চলবে সেসব পথে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন রুশ নিরাপত্তাকর্মীরা। বিশেষ ড্রোনের সাহায্যে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তৈরি কন্ট্রোল রুম থেকে পুরো গাড়িবহরকে প্রতি মুহূর্তে নজরদারিতে রাখবেন তারা। প্রেসিডেন্ট পুতিনের যাতায়াতের পথজুড়ে মেতায়েন করা কয়েকজন স্নাইপারও দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া জ্যামার, এআই মনিটরিং এবং ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির বিশাল ব্যবস্থাপনায় সাজানো হয়েছে রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা। 


বিজ্ঞাপন


নিরাপত্ত সূত্রগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পাঁচ স্তরের নিরাপত্তাবলয়ের প্রতিটি স্তর সক্রিয় হবে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রত্যেকটি দল কন্ট্রোল রুমের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখবেন। বাইরের সব নিরাপত্তা স্তরের দায়িত্বে থাকবে এনএসজি ও দিল্লি পুলিশ। আর ভেতরের সব স্তরের দেখভাল করবে রুশ প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পুতিনের বৈঠকের সময় ভেতরের নিরাপত্তাবলয়ে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কমান্ডোরাও যুক্ত হবেন।

তবে পুতিনের নিরাপত্তার একটি বড় আকর্ষণ হলো তার ব্যবহৃত ‘অরাস সেনাট’ নামের অত্যাধুনিক সাঁজোয়া বিলাসবহুল লিমুজিন। রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই বিলাসবহুল লিমুজিন অরাস সেনাট বিশ্বের সবচেয়ে নিরাপদ রাষ্ট্রীয় গাড়িগুলোর একটি হিসেবে পরিচিত, যা রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রীয় ব্যবহারের জন্যই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ‘রাশিয়ান রোলস-রয়েস’ নামে পরিচিত এই গাড়িতে শক্তিশালী সাঁজোয়া বডি, ব্ল্যাকআউট জানালা এবং অত্যাধুনিক, বিলাসবহুল ও উচ্চ প্রযুক্তির ইন্টেরিয়রে সজ্জিত।

সূত্র: এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর