মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হংকংয়ের অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ এএম

শেয়ার করুন:

হংকংয়ের অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে

হংকংয়ের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ কমপক্ষে ৪০ জন। দুর্যোগ ভিকটিম আইডেন্টিফিকেশন ইউনিটের কর্মকর্তারা ওয়াং ফুক কোর্টে তিনটি বহুতল ভবনে অনুসন্ধান চালিয়ে মৃতদেহ উদ্ধার করেছেন। এটি ১৯৮০ সালের পর থেকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা। 

পুলিশের দুর্ঘটনা তদন্ত ইউনিটের প্রধান সুপারিনটেনডেন্ট সাং শুক-ইয়িন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সর্বশেষ মৃতের সংখ্যা ১৫১ জন।আমরা আরও হতাহতের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না।’


বিজ্ঞাপন


রোববার চীনের শহরজুড়ে  হাজারো মানুষ হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার আবাসিক কমপ্লেক্সে শ্রদ্ধা জানাতে ভিড় জমান।

Untitled-1-Recovered-Recovered

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য কর্তৃপক্ষ একটি আন্তঃবিভাগীয় তদন্ত টাস্ক ফোর্স গঠন করেছে। হংকংয়ের দুর্নীতি দমন পর্যবেক্ষক সংস্থা অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে তিনজনকে পুলিশ হত্যার অভিযোগে গ্রেফতার করেছে।

হংকংয়ে অবস্থিত ইন্দোনেশিয়ান কনস্যুলেট জানিয়েছে, আগুনে কমপক্ষে সাতজন ইন্দোনেশিয়ান নাগরিক মারা গেছেন। শনিবার ম্যানিলার কনস্যুলেট আলাদাভাবে জানিয়েছে, আগুনে একজন ফিলিপাইনের বিদেশি কর্মীও মারা গেছেন। হংকংয়ের ভবন বিভাগ শহরজুড়ে ৩০টি বেসরকারি ভবন প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে।


বিজ্ঞাপন


সূত্র : এএফপি

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর