মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৭

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি বারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৬০ মাইল (৯৭ কিলোমিটার) উত্তরে হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছে, শহরের একটি শ্রমিক-শ্রেণীর এলাকায় অবস্থিত লা রেসাকা বারের ভেতরে প্রবেশ করে কোনো সতর্কতা ছাড়াই এলোপাতাড়ি গুলি চালায় দুটি পিকআপে করে আসা সশস্ত্র হামলাকারীরা। এতে ঘটনাস্থলে চারজনের  মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন।

জানা গেছে, চুরি করা জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িত চক্রগুলো হিডালগো রাজ্যে সক্রিয়, তবে তুলা শহরে এই ধরনের হামলার ঘটনা বিরল।

হিডালগো স্টেট সিকিউরিটি ব্যুরো জানিয়েছে, এই হামলার আগে তারা শহরটিতে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে বিরোধ হয়েছিল বলে নিশ্চিত হয়েছেন। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একজন গ্যাং নেতাকে গ্রেফতারের পর অভ্যন্তরীণ বিরোধ শুরু হয়। হামলার পর ফেডারেল এবং রাজ্য নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে কিন্তু এখনও কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, ২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন কর্তৃক মাদক-বিরোধী সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটিতে এই ধরনের সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সূত্র এবং মানবাধিকার সংস্থার মতে, এই সময়ের মধ্যে প্রায় ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।


-এমএইচআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর