বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কৃষ্ণ সাগরে রুশ তেলবাহী ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

কৃষ্ণ সাগরে রুশ তেলবাহী ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা
ইউক্রেনের হামলায় জ্বলছে রাশিয়ার তেলবাহী ট্যাংকার।

কৃষ্ণ সাগরে রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ এর দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

একটি ভিডিওতে দেখা যায়, পানিতে ছুটে যাওয়া ড্রোন জাহাজে আঘাত হেনে বিস্ফোরিত হচ্ছে। এরপরই কালো ধোঁয়া উঠতে থাকে। সূত্র: বিবিসি।


বিজ্ঞাপন


তুর্কি কর্তৃপক্ষ জানায়, কায়রোস ও ভিরাট নামের ট্যাংকার দুটি গাম্বিয়ার পতাকাবাহী। শুক্রবার তুরস্কের উপকূলে দুটি জাহাজই ড্রোনের লক্ষ্যবস্তু হয়। পরদিন শনিবার ভিরাটে আবারো হামলার ঘটনা ঘটে। তবে কোনো প্রাণহানি হয়নি।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ তেল রাজস্বকে লক্ষ্য করে কিয়েভ নতুন মাত্রায় আঘাত হানছে। রাশিয়ার এই ‘শ্যাডো ফ্লিট’ মূলত পুরোনো ও জটিল মালিকানার শতাধিক ট্যাংকার, যেগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করে।

তথ্য অনুযায়ী, কায়রোসে হামলা হয়েছে কৃষ্ণ সাগরের দক্ষিণ–পশ্চিম অংশে এবং বিরাটে হামলা হয়েছে আরো পূর্বের মধ্যাঞ্চলে। দুটোই নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজের তালিকায় রয়েছে বলে লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য এমনটাই বলছে।

এই হামলায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ তৈরি ‘সি বেবি’ নৌড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


তুর্কি কর্তৃপক্ষ বলছে, তারা জাহাজ দুটিকে সহায়তা করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তুরস্কের দুটি উদ্ধার নৌকা কায়রোসে লেগে থাকা আগুন নেভানোর চেষ্টা করছে।

বিশ্লেষকেরা মনে করছেন, এ হামলা ইউক্রেনের একটি স্পষ্ট বার্তা কৃষ্ণ সাগর দিয়ে রুশ তেল পরিবহনকারী জাহাজগুলো শুধু নিষেধাজ্ঞা নয়, সরাসরি আক্রমণের ঝুঁকিতেও রয়েছে।

এদিকে পৃথক এক ঘটনায় কাস্পিয়ান অঞ্চলের তেল পরিবহনকারী কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম জানিয়েছে, রাশিয়ার নোভোরসিস্ক বন্দরে নৌড্রোন হামলায় একটি মুরিং পয়েন্টে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ফলে তারা সাময়িকভাবে তেল লোডিং বন্ধ রেখেছে। কনসোর্টিয়ামে রাশিয়া ও কাজাখস্তানের বড় অংশীদারি রয়েছে, পাশাপাশি শেয়ারহোল্ডার হিসেবে রয়েছে এক্সন মবিল, শেভরন ও শেল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। আগের প্রধান আলোচক, জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাকের বাসায় দুর্নীতিবিরোধী সংস্থার তল্লাশির পর তিনি পদত্যাগ করেন।

ইউক্রেনীয় প্রতিনিধিদলের ফ্লোরিডায় রবিবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় আলোচনা করবেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর