বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

করোনাভাইরাসের বিরুদ্ধে দু’বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। এ ভাইরাসে সংক্রমিত হয়ে লাখ লাখ মানুষ মারা গেছেন। কোটি কোটি মানুষ এখনও এ মহামারির কারণে বিপর্যস্ত। বেশ কিছু দিন ধরে করোনার প্রভাব কমা শুরু করলেও হঠাৎ করেই আবার এ মহামারির সংক্রমণ বেড়েছে। সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

বুধবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য প্রকাশ করেছে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস। ওই সকল তথ্যানুসারে,  গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমণে ১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১১৫ জন। এছাড়া এ মহামারি থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫০ হাজার ১৪৯ জন।


বিজ্ঞাপন


এর ফলে বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ৩৯২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে। দেশটিতে ২ লাখ ৬ হাজার ৫৫৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮০১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৩ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭২৭ জন করোনা আক্রান্ত হয়েছে।

একই সময়ে সবেচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রাজিলে। দেশটিতে ৩৯৩ জন করোনা সংক্রমণে মারা গেছেন। এখানে নতুন করে ৭৪ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জনে। আর মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৩০ জনের।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৬৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এ মহামারিতে মারা গেছেন ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৮৭৯ জন।


বিজ্ঞাপন


এছাড়া করোনা সংক্রমিত হয়ে একদিনে তাইওয়ানে ১০৩ জন, ইতালিতে ৯৪, ফ্রান্সে ৭৫ জন, রাশিয়ায় ৪৮ জন, অস্ট্রেলিয়ায় ৪৬ জন, স্পেনে ৩৭ জন মারা গেছেন।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। এখন পর্যন্ত বিশ্বের যেসব দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল সবই প্রায় তুলে নেয়া হয়েছে।

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর