গাজায় যুদ্ধবিরতি চলমান সত্ত্বেও ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশাধিকারের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।
সোমবার জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরে এরদোগান বলেন, ‘আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক সম্প্রদায় যদি দৃঢ়প্রতিজ্ঞ, ধারাবাহিক এবং নিষেধাজ্ঞার ইচ্ছাশক্তি প্রদর্শন করে তাহলেই তারা নেতানিয়াহুকে থামাতে পারবে।’
বিজ্ঞাপন
গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘হামাস ইসরায়েলের এই সকল উস্কানির মুখে অত্যন্ত ধৈর্য প্রদর্শন করছে এবং যুদ্ধবিরতি মেনে চলছে।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চলমান যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে ক্রমাগত বিমান হামলা অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবর গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ শতাধিক মানুষ।
গাজা উপত্যকার বেসামরিক জনগণের কাছে নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য’।
বিজ্ঞাপন
বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সতর্ক করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো হুমকির সম্মুখীন হলে আঙ্কারা দৃঢ় পদক্ষেপ নেবে।
এরদোয়ান বলেন, ‘আমাদের দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, সবাই জানে আমরা কী পদক্ষেপ নিয়েছি। যদি আমরা আবার একই রকম বিপদের মুখোমুখি হই, তাহলে আমরা যা প্রয়োজন তা করব।’
রাশিয়া-ইউক্রেন সংঘাতে মধ্যস্থতা করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এরআগে আমরা যেমন ইস্তাম্বুলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম, আজও আমরা একই গঠনমূলক অবস্থান বজায় রাখতে প্রস্তুত।’
সূত্র: আনাদোলু
এমএইচআর

