শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তাইওয়ান নিয়ে সংঘাতে চীন-জাপান! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

তাইওয়ান নিয়ে সংঘাতে চীন-জাপান! 

তাইওয়ানকে ঘিরে নতুন করে সংঘাতে চীন এবং জাপান। শুক্রবার ( ১৪ নভেম্বর) চীনা প্রতিরক্ষা দফতর হুঁশিয়ারি দিয়েছিল, তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না করলে ‘ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের’ মুখে পড়বে জাপান। 

জবাবে শুক্রবার রাতেই চীনা রাষ্ট্রদূতকে তলব করে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছে টোকিও।


বিজ্ঞাপন


দ্বিপাক্ষিক সংঘাতের আবহে শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সরকার সেদেশের নাগরিকদের জাপান ভ্রমণ স্থগিত রাখার ‘পরামর্শ’ দিয়েছে। 

প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি সম্প্রতি দেশটির পার্লামেন্টে বলেছিলেন, ‘চীন যদি তাইওয়ানে সেনা অভিযান চালায়, তবে জাপানের অস্তিত্বও সঙ্কটের মুখে পড়বে। সেক্ষেত্রে আমাদের পাল্টা সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ তার ওই মন্তব্যের পরেই বেইজিং-টোকিও টানাপড়েন শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত তিন বছরে একাধিকবার তাইওয়ান প্রণালী দিয়ে তাইওয়ানের জল এবং আকাশসীমায় ঢুকে পড়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বেইজিং। 


বিজ্ঞাপন


২০২২ সালের অগস্টে চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরই নতুন করে উত্তেজনা তৈরি হয়। 

সেসময় ধারাবাহিক ভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধবিমান। চীন-তাইওয়ান সঙ্কটের আবহে সে সময় আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল। 

তখন পূর্ব চীন সাগর থেকে কয়েকটি জাপানি যুদ্ধজাহাজও তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবার তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজের ‘অনুপ্রবেশ’ ঘিরে দু’দেশের সংঘাতের শুরু হয়।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর