হাইপারসনিক মিসাইল সজ্জিত একটি মিগ-৩১ যুদ্ধবিমান হাইজ্যাকের চক্রান্ত নস্যাৎ করার দাবি করেছে রাশিয়া।
দেশটির গোয়েন্দা সংস্থা বলেছে, ব্রিটিশ ও ইউক্রেনীয়রা যুদ্ধবিমান হাইজ্যাক করে ন্যাটোর একটি বড় বিমান ঘাঁটিতে হামলার চক্রান্ত করেছিল। খবর আল জাজিরার।
প্রতিবেদন মতে, মঙ্গলবার (১১ নশ্বের) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে যে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদফতর এবং তাদের ব্রিটিশ মিত্ররা হাইপারসনিক মিসাইল সজ্জিত মিগ-৩১ যুদ্ধবিমান হাইজ্যাকের পরিকল্পনা করেছিল।
বিজ্ঞাপন
এই চক্রান্তের উদ্দেশ্য ছিল হাইপারসনিক মিসাইল কিনজাল সজ্জিত একটি মিগ-৩১ যুদ্ধবিমান হাইজ্যাক করে রোমানিয়ার কনস্টান্টা শহরে নিয়ে যাওয়ার জন্য একজন রুশ পাইলটকে রাজি করানো। ন্যাটো এই কনস্টান্টাতেই দক্ষিণ-পূর্ব ইউরোপে তাদের বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করছে।
হাইজ্যাকের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করার পরিকল্পনা ছিল, যার প্রধান লক্ষ্য ছিল ‘বড় আকারের উস্কানি’ তৈরি করা। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একজন ব্যক্তির পাঠানো বার্তা ও রেকর্ডিংয়ের ছবি দেখানো হয়েছে এবং ওই ব্যক্তি ইউক্রেনীয় ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে বলে দাবি করা হয়েছে।
রাশিয়ার গোয়েন্দাদের দাবি, ওই ব্যক্তি এই পরিকল্পনায় অংশ নেওয়ার জন্য রুশ পাইলটকে ৩০ লাখ ডলার এবং তার পছন্দের যেকোনো ইউরোপীয় দেশের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
ক.ম/

