যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার ট্রানজিশন টিমের সহ-সভাপতি হিসেবে খ্যাতিমান পাকিস্তানি-আমেরিকান আইন বিশেষজ্ঞ লিনা মালিহা খানকে নিযুক্ত করেছেন। ৩৬ বছর বয়সী লিনা খান এরআগে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত সপ্তাহে নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি, ২০২৬ সালের ১ জানুয়ারি শপথ নেবেন তিনি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহর পরিচালনার জন্য ১১৬ বিলিয়ন ডলারের বিশাল বাজেট পাচ্ছেন তিনি, যা আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক নজর ও গুরুত্ব বহন করে। দায়িত্ব গ্রহণের আগেই শহর পরিচালনার জন্য নিজের প্রশাসনিক দল গোছাতে শুরু করেছেন মামদানি।
বিজ্ঞাপন
শুক্রবার এক বিবৃতিতে মামদানি জানান, লিনা খান আরও তিনজন অভিজ্ঞ নিউইয়র্ক সিটি হল প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে এই ট্রানজিশন টিমের নেতৃত্ব দেবেন। টিমের অন্যতম কাজ হবে- নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, নতুন প্রশাসনের কাঠামো গঠন এবং প্রশাসন কীভাবে কাজ করবে তার একটি রূপরেখা তৈরি করা।
এদিকে দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে লিনা খান বলেন, ‘নিউইয়র্কবাসী এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা এমন একটি শহর চান যেখানে কর্মজীবী মানুষ সত্যিই বাঁচতে পারে। জোহরান এমন একটি দল গঠন করতে যাচ্ছেন, যা নিউইয়র্কে গণতান্ত্রিক শাসনের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এই দলে থেকে সহায়তা করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।’
বাইডেন প্রশাসনের সময়ে এফটিসি’র প্রধান হিসেবে লিনা খান যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট নীতি ও ভোক্তা সুরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কর্পোরেট একীভূতকরণের এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোর একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের বিরুদ্ধে কঠোর নজরদারি জোরদার করেন। “জাঙ্ক ফি” এবং বাধ্যতামূলক সালিশি ধারা ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি সাধারণ ভোক্তাদের সুরক্ষায় প্রশাসনিক উদ্যোগকেও এগিয়ে নেন।
বিজ্ঞাপন
লিনা খানের আক্রমণাত্মক অবস্থান অ্যামাজন ও মাইক্রোসফটের মতো কর্পোরেট জায়ান্টদের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসা প্রতিরোধে নতুনভাবে আলোচনায় আসে। তার পদক্ষেপে শুধু ডেমোক্র্যাটদের নয়, রিপাবলিকান রাজনীতিকদের মধ্যেও সমর্থন দেখা যায়। এর মধ্যে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সাবেক হোয়াইট হাউজ কৌশলবিদ স্টিভ ব্যানন তার প্রশংসায় ছিলেন।
উল্লেখ্য, লন্ডনে জন্ম নেওয়া লিনা খানের বাবা-মা পাকিস্তান থেকে ২০০০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটির কার্ডিওলজিস্ট ড. শাহরুখ আলীর সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন।
সূত্র: জিও নিউজ
এমএইচআর

