ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিয়মিত কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়ে উভয় দেশের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন, শিগগিরই এই চুক্তি হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘আমি জানি প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারা প্রায়শই কথা বলেন।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ভারত ও যুক্তরাষ্ট্র- উভয় পক্ষই বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করছে - এটি একটি লক্ষণ যে দুই দেশের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে পারে।’
লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট এবং তার বাণিজ্য দল এই বিষয়টি নিয়ে ভারতের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’
হোয়াইট হাউসের মুখপাত্র আরও উল্লেখ করেছেন, ট্রাম্প সম্প্রতি ওভাল অফিসে দীপাবলি উদযাপনের সময় মোদির সঙ্গে কথা বলেছেন, যেখানে ঊর্ধ্বতন ভারতীয়-আমেরিকান কর্মকর্তারা যোগ দিয়েছিলেন।
এদিকে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প বলেছিলেন, ‘তিনি ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আশা করছেন’, যা নয়াদিল্লির রাশিয়ান তেল কেনার প্রতিক্রিয়ায় ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশে শুল্ক আরোপের জেরে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনা ও বাণিজ্য শুল্ক নিয়ে মোদি ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। এর পর থেকেই ট্রাম্পকে এড়িয়ে চলছেন মোদি। এমনকি গত মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে অংশ নেননি মোদি।
এ সম্মেলনে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভারতের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার না করলেও ধারনা করা হচ্ছে, ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে চলার জন্যই মোদি মালয়েশিয়ায় যাননি।
সূত্র: রয়টার্স, ইন্ডিয়া টুডে
এমএইচআর

