রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দক্ষিণ কোরিয়ায় পৌঁছালো মার্কিন পারমাণবিক রণতরী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

US nuclear aircraft carrier George Washington
জর্জ ওয়াশিংটন

মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’ দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে।  

দক্ষিণ কোরিয়ার রাষ্টীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বুধবার রণতরীটির সঙ্গে একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার এবং এজিস সিস্টেমে সজ্জিত দুটি ডেস্ট্রয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছায়। এই সফরের উদ্দেশ্য হল রসদ মজুদ এবং ক্রুদের বিশ্রাম দেওয়া।


বিজ্ঞাপন


দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী মার্কিন রণতরীটি আগমন উপলক্ষে দুই দেশের নৌবাহিনীর মধ্যে কৌশল বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রত্যাশা করছে।

চলতি বছরের জুন মাসে নির্বাচনে জয়ী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের অধীনে এটি কোনও আমেরিকান বিমানবাহী জাহাজের প্রথম বন্দর অভিযান। এর আগে গত  মার্চ মাসে বুসান বন্দর পরিদর্শন করেছিল জর্জ ওয়াশিংটন।

এদিতে দক্ষিণ কোরিয়ার নৌঘাঁটিতে আমেরিকান বিমানবাহী রণতরীর এই সফরে ক্ষোভ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এ ধরনের পদক্ষেপকে ‘সবচেয়ে বড় শত্রুতার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফর করেন। ধারণা করা হয়েছিল, তিনি ২০১৯ সালের মতো সীমান্তে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করবেন। কিন্তু শেষ পর্যন্ত দুই নেতার সাক্ষাত আর হয়নি।


বিজ্ঞাপন


সূত্র: তাস

এমএইচআর                   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর