রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Gold Price 2025

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম  

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম  

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন অব্যাহত রয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার আরেক দফা কমার সম্ভাবনা হ্রাস পাওয়া মঙ্গলবার (৪ নভেম্বর) মূল্যবান এই ধাতুটির দাম আবারো ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রিনউইচ সময় সকাল ৮টা ৩৯ মিনিট পর্যন্ত দুই সেশনে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে মোট ১ শতাংশ কমে ৩ হাজার ৯৯৬ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে। 


বিজ্ঞাপন


এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে একদিন পর থেকেই স্বর্ণের দাম কমতে থাকে।

গোল্ড প্রাইস ডট ওআরজির তথ্যানুসারে, সব মিলিয়ে গত দুই সপ্তাহে স্বর্ণের দাম ৮ শতাংশের বেশি কমেছে। ২০১৩ সালের পর আর কোনো সপ্তাহে স্বর্ণের দাম এতটা কমেনি। 

বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক স্থিতিশীলতায় সাম্প্রতিক সময়ে ডলারের মান তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার আরেক দফা কমার সম্ভাবনা হ্রাস পাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন। এতে স্বণের চাহিদা কমছে। 

এছাড়াও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন—আরও একটি সুদহ্রাস আসবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।


বিজ্ঞাপন


উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে- বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) দিকে তাকিয়ে আছেন বিনিয়েগকারীরা। কারণ সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে। 

এদিকে স্বণের দাম কমলেও স্থিতিশীল রয়েছে রুপার দাম। মঙ্গলবার প্রতি আউন্স স্পট সিলভার ৪৮ দশমিক ০৪ ডলারে বিক্রি হচ্ছে। 

সূত্র: রয়টার্স


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর