রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাম্পকে খামেনির বার্তা

ইসরায়েলকে সমর্থন বন্ধ না করলে ইরান-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলকে সমর্থন বন্ধ না করলে ইরান-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সম্ভব নয়

ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ না করলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সম্পর্ক বা সহযোগিতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) সকালে তেহরানে শিক্ষার্থীদের সঙ্গে এক সমাবেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


খামেনি বলেন, ‘আমেরিকানরা মাঝে মাঝে বলে যে তারা ইরানের সঙ্গে সহযোগিতা করতে চায়। তবে যতক্ষণ না তারা (যুক্তরাষ্ট্র) জায়নবাদী শাসনের প্রতি সমর্থন সম্পূর্ণরূপে ত্যাগ করে, এই অঞ্চল (মধ্যপ্রাচ্য) থেকে তাদের সামরিক ঘাঁটি প্রত্যাহার করে এবং এই অঞ্চলে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে, ততক্ষণ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্ভব নয়।’

মূলত গত অক্টোবরে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জবাবে এই বার্তা দেন ইরানের সর্বোচ্চ নেতা। ট্রাম্প বলেছিলেন, ‘ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, তেহরান যখন প্রস্তুত তখনই চুক্তি করতে হবে। ইরানের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার জন্য আমরা দরজা উন্মুক্ত রয়েছে।’

খামেনি বলেন, ‘কখনও কখনও কোনো কোনো রাষ্ট্র যেমন অতীতে ব্রিটেন বা বর্তমানে যুক্তরাষ্ট্র নিজেকে এতটাই বড় ভাবতে শুরু করে যে, অন্য জাতির গুরুত্বপূর্ণ স্বার্থে হস্তক্ষেপ করে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার দাবি করে ফেলে। সেই সঙ্গে কোনো দেশ দুর্বল হলে বা জনগণ সচেতন না থাকলে তারা সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করে বসে, তাদের তেল ও সম্পদ লুট করে নেয়। এই শ্রেষ্ঠত্ববাদের বিরুদ্ধেই আমরা অবস্থান নিয়েছি এবং এর বিরুদ্ধেই আমরা স্লোগান দিয়ে থাকি।’

সম্প্রতি আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, নিষেধাজ্ঞাগুলো দেশের জন্য সমস্যা তৈরি করলেও, অনান্য সমস্যার মতো এর একমাত্র সমাধান হলো- নিজেদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী হওয়া। ইরান সরকারকে অবশ্যই শক্তির সঙ্গে নিজস্ব কাজ করতে হবে।’


বিজ্ঞাপন


এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ‘তাড়াহুড়ো করছে না’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি পারস্পরিক স্বার্থ ও সমান মর্যাদার ভিত্তিতে কথা বলতে চায়, তাহলে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনা, ইরানের ক্ষেপণাস্ত্র মজুতে সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি তেহরানের সমর্থন বন্ধ করার মতো সব শর্ত একেবারে অযৌক্তিক ও অন্যায্য।’

সূত্র: মেহের নিউজ, রয়টার্স 


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর