বোমা হামলার হুমকি পেয়ে আতঙ্কে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান মুম্বাইয়ে জরুরি অবতরণ করছে। শনিবার (১ নভেম্বর) ঘটেছে এই ঘটনা।
ইন্ডিগো এয়ারলাইন্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ভোরের দিকে সৌদির উপকূলীয় শহর জেদ্দা থেকে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের উদ্দেশে রওনা হয়েছিল ইন্ডিগোর বিমানটি। খবর এনডিটিভির।
বিজ্ঞাপন
মাঝ আকাশে থাকা অবস্থাতেই হুমকি আসে যে বিমানটিতে বোমা ফিট করে রাখা হয়েছে এবং হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করা মাত্র সেটি বিস্ফোরিত হবে।
এই হুমকি পাওয়ার পরই মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ইন্ডিগোর বিমানটি। যাত্রীদের সবাইকে নামিয়ে উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষাও করা হয়, তবে সেটিতে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।
এক বিবৃতিতে ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ১ নভেম্বর জেদ্দা থেকে হায়দারাবাদগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে একটি নিরাপত্তা হুমকি আসে এবং বিমানটিকে মুম্বাই বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
নির্দিষ্ট প্রোটোকল মেনে আমরা তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি এবং বিমানটির পরবর্তী ফ্লাইটের ছাড়পত্র দেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয়।
ইন্ডিগোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিমান যাত্রীদের দুর্ভোগ কমাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য খাবার, পানীয়ের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন:
পরিস্থিতির বিষয়ে নিয়মিত অবগত কর হয়। যাত্রীদের কথা মাথায় রেখে বিমানের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানায় ইন্ডিগো।
আন্তর্জাতিক বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুসারে, নির্ধারিত শিডিউল অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ৯ টা ১৪ মিনিটে হায়দারাবাদে অবতরণ করার কথা ছিল ইন্ডিগোর বিমানটি।
কিন্তু নিরাপত্তা পরীক্ষা শেষে সেটি হায়দারাবাদ বিমানবন্দরে অবতরণ করেছে স্থানীয় সময় বিকেল ৪ টার পর। কে বার কারা হুমকি দিয়েছিল, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
-এমএমএস

