রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবারও ‘মাদকবাহী’ জাহাজে মার্কিন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

আবারও ‘মাদকবাহী’ জাহাজে মার্কিন হামলা, নিহত ৩
ছবি সংগৃহীত।

ক্যারিবীয় অঞ্চলে আবারও একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে জাহাজে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা হয়েছে জানিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজটিতে মাদক বহন করা হচ্ছিল। এই হামলা আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত হয়েছে।’


বিজ্ঞাপন


হেগসেথ বলেন, জাহাজে থাকা তিনজন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন। এর আগে বুধবারও একটি হামলায় চারজন নিহত হন। তার দুইদিন আগে হামলায় আরও ১৪ জনের মৃত্যু হয়।

সেপ্টেম্বর মাসের শুরু থেকে চলমান এই অভিযানে ৬২ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এতে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নাগরিকও রয়েছেন। এছাড়া ১৪টি জাহাজ ও একটি সেমি-ডুবোজাহাজ ধ্বংস হয়েছে।

usa-২
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ট্রাম্প প্রশাসন বলছে, সন্দেহভাজন মাদক চোরাচালানিরা হামলার লক্ষ্য। তবে এখনও জনসমক্ষে তাদের দাবির প্রমাণ প্রকাশ করা হয়নি। আইন বিশেষজ্ঞরা এই হামলাকে বিচারবহির্ভূত হত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।


বিজ্ঞাপন


জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক শুক্রবার এক বিবৃতিতে এসব হামলাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই এমন হামলা বন্ধ করতে হবে এবং জাহাজে থাকা ব্যক্তিদের বিচারবহির্ভূত হত্যার ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

হামলাগুলো এমন সময় সংঘটিত হয়েছে যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে।

যুক্তরাষ্ট্রের এই অভিযান ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে। ভেনেজুয়েলার সরকার হামলাগুলোকে ‘অবৈধ’ ও “দেশভিত্তিক আগ্রাসন” হিসেবে নিন্দা জানিয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর