রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাম্পের চীন-প্রীতি চাপ বাড়াচ্ছে দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের চীন-প্রীতি চাপ বাড়াচ্ছে দিল্লির

চীনের সঙ্গে দূরত্ব কামাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে শুল্ক কমানোরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণেই চাপ বাড়ছে ভারতের।

একে তো শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঝামেলা। তার উপর রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে টানাপোড়েন চলছে। আর এটাই কাল হয়েছে নরেন্দ্র মোদির জন্য। 


বিজ্ঞাপন


শুল্ক নিয়ে তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো চলছে ভারতের টানাপোড়েন। এ অবস্থায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক খুব একটা ভালো চোখে দেখছেন না ভারত। 

দক্ষিণ কোরিয়ার বুসানে ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠক ভারতের জন্য চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

মূলত অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে ট্রাম্প ও শি দক্ষিণ কোরিয়া সফর করেন এবং এর ফাঁকেই বুসানে তাদের মধ্যে ওই গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

গত বুধবার ট্রাম্প প্রথমে বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এর কিছুক্ষণ পরই চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে।

বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পের সম্মানে যে নৈশভোজের আয়োজন করেন।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক। বিবিসি জানিয়েছে, ক্রমবর্ধমান বাণিজ্যবিরোধ ও শুল্কারোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই নেতা আলোচনা করবেন। 

ট্রাম্প চীনের ওপর সবচেয়ে বেশি পরিমাণে শুল্ক আরোপ করেছেন। ট্রাম্প মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে এ সপ্তাহের শুরুতে তার এশিয়া সফর শুরু করেন।

সেখান থেকে তিনি জাপান এবং পরে দক্ষিণ কোরিয়া সফর করন। দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হয়।

-এমএমএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর