রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ঢাকা

সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

ইসরায়েলে বাধ্যতামূলক সেনাবাহিনী নিয়োগের প্রতিবাদে জেরুজালেমের প্রধান প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় দুই লাখ অতি-অর্থোডক্স ইহুদি। গতকাল বৃহস্পতিবার ‘মিলিয়ন ম্যান প্রোটেস্ট’ নামে এই বিশাল সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভ চলাকালে শহরের কেন্দ্রস্থলে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাটি আত্মহত্যা কিনা তা তদন্ত করছে। 


বিজ্ঞাপন


আয়োজকদের ভাষ্যমতে, এটি ছিল একটি ‌‘প্রার্থনা সমাবেশ’, তবে বাস্তবে এটি ইসরায়েলের বিভিন্ন অতি-অর্থোডক্স সম্প্রদায়ের বিরল ঐক্য প্রদর্শন। সাধারণত এসব সম্প্রদায় নিজেদের মধ্যে সীমিত থাকলেও এই বিক্ষোভে তাদের যৌথ উপস্থিতি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় গণসমাবেশগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে বিক্ষোভের কয়েক ঘণ্টা আগে শহরের পশ্চিম প্রাচীর এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নতুন হারেদি ব্রিগেডের রিজার্ভ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা এই আন্দোলনের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দুই হাজার পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও প্রায় ২ লাখ মানুষের এই সমাবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছু বিক্ষোভকারী সরাসরি সম্প্রচারে থাকা এক নারী সাংবাদিকের দিকে বোতল নিক্ষেপ করেন এবং পথচারীদের হয়রানি করেন। পরিস্থিতি সামাল দিতে ও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে তীব্র সংঘর্ষে বাধে। এসময় অনেক বিক্ষোভকারী একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। তাদের মধ্যে ২০ বছর বয়সী এক যুবক ভবন থেকে পড়ে যায়।

2


বিজ্ঞাপন


ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম প্যারামেডিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যুবককে মৃত ঘোষণা করে। এরপর ঘটনাস্থল থেকে তার মৃতদেহ সরিয়ে নেয় পুলিশ। হিব্রু গণমাধ্যমে নিহতের নাম- মেনাখেম মেনডেল লিটজম্যান হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে লিটজম্যান নিহতের খবর ছড়িয়ে পড়ার পর আয়োজকরা দ্রুত বিক্ষোভ স্থগিতের ঘোষণা দেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করেন।

জানা গেছে. বিক্ষোভের পেছনে মূল কারণ হলো ইসরায়েলি সেনাবাহিনীতে অতি-অর্থোডক্স (হারেদি) পুরুষদের বাধ্যতামূলক নিয়োগের সরকারি পরিকল্পনা ও সাম্প্রতিক খসড়া আইনের বিরুদ্ধে অসন্তোষ। সাম্প্রতিক মাসগুলোতে সেনা নিয়োগ এড়ানো হারেদি যুবকদের মধ্যে ৮৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, যা মোট তালিকাভুক্ত খসড়া এড়ানো ৬ হাজার ৯৭৫ ব্যক্তির মাত্র ৭ শতাংশ।

২০২৩ সালের জুনে এই বিতর্কের সূত্রপাত হয়, যখন নিরাপত্তা পরিষেবা আইনের একটি ধারা অনুযায়ী হারেদি যেশিভা শিক্ষার্থীদের জন্য থাকা সামরিক সেবার ছাড়ের মেয়াদ বাতিল করা হয়। পরের বছর ইসরায়েলের উচ্চ আদালত রায় দেয় যে সরকারকে হারেদি যুবকদেরও সেনাবাহিনীতে নিয়োগ দিতে হবে। তবে এখন পর্যন্ত খুব অল্পসংখ্যক শিক্ষার্থীই সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। 

সরকারের আশঙ্কা, নতুন কোনো নিয়োগ আইন পাশ হলে হারেদি রাজনৈতিক দল শাস ও ইউনাইটেড টোরাহ জুডেইজমের তীব্র বিরোধিতার কারণে ক্ষমতাসীন জোট ভেঙে পড়তে পারে। এ কারণেই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ২০২৩ সালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলের আক্রমণের পর থেকে দেশটির বর্ধিত নিরাপত্তা চাহিদা এবং দুই বছরের গাজা যুদ্ধে হাজার হাজার সৈন্যের মৃত্যু ও আহত হওয়ার কারণে বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে ১২ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে। 

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর