রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি করল ভারত-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি করল ভারত-যুক্তরাষ্ট্র

প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ১০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষা মন্ত্রী) পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হেগসেথ লিখেছেন, ‘দুই দেশের মধ্যে এই চুক্তি যেমন সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা বৃদ্ধি করবে, তেমনই আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ গড়ে তুলবে।’


বিজ্ঞাপন


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে চলমান উত্তেজনা কাটিয়ে উঠতে নিজেদের মধ্যে একটি বাণিজ্য চুক্তির চেষ্টা করছে। ঠিক সেই সময়েই এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর এলো। 

এদিকে রাজনাথ সিং তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কৌশলগত দিক থেকে আমরা যেভাবে আরও বেশি করে কাছাকাছি আসছি, তারই ইঙ্গিত এই চুক্তি। অংশীদারিত্বের এক নতুন দশক শুরু হলো। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রতিরক্ষা খাত গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে যাতে একটি উন্মুক্ত, স্বচ্ছ এবং নিয়মনীতি মেনে চলা এলাকা হিসাবে নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের অংশীদারিত্ব খুব গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, ভারত আর যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমশ বাড়িয়ে চলেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আলোচনার প্রধান বিষয় ছিল সামরিক খাত।


বিজ্ঞাপন


ট্রাম্প সেসময় জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির পরিমাণ অনেক বিলিয়ন ডলার বৃদ্ধি করবে। তারই অংশ হিসাবে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাবে দিল্লি।

তবে তার পর রাশিয়ার কাছ থেকে সস্তায় কেনা তেলের ওপরে দিল্লির নির্ভরশীলতা আর মস্কোর সঙ্গে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক ট্রাম্প প্রশাসনের কাছে বিরক্তির কারণ ঘটিয়েছে। রাশিয়ার তেল কেনায় পরবর্তীতে নয়াদিল্লির ওপর শাস্তি স্বরূপ আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এতে ভারতের ওপর মোট শুল্কের পরিমাণ দাড়ায় ৫০ শতাংশে। এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ‘এফ-৩৫’ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দেয় ভারত।

যদিও এখনও ভারতের কাছে অস্ত্র বিক্রয়কারীদের মধ্যে রাশিয়া একটা বড়ো জায়গা দখল করে আছে, তবে ভারতের সম্প্রতি ইঙ্গিত দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তি ও সামরিক খাতে আমদানি আরও বাড়াতে ইচ্ছুক।

সূত্র: বিবিসি

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর