শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কানাডায় প্রেমিকার সামনে আরভি সিংহ সাগু নামে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরভির গাড়ির গায়ে প্রস্রাব করছিলেন কয়েক জন অজ্ঞাতপরিচয়। কেন তারা এ কাজ করছেন, জিজ্ঞাসা করায় ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যবসায়ীকে তার প্রেমিকার সামনেই পিটিয়ে খুনের অভিযোগ উঠল কানাডা এডমন্টনে। 


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে ১৯ অক্টোবরের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। খবর গ্লোবাল নিউজের।

ব্যবসায়ীর আরভি সিংহ সাগু গত ১৯ অক্টোবর রাতে প্রেমিকাকে নিয়ে রেস্তরাঁয় গিয়েছিলেন। সেখানে খাওয়াদাওয়া সেরে ভোরবেলা রেস্তরাঁ থেকে বার হন। রেস্তরাঁর বাইরে আরভির গাড়ি দাঁড় করানো ছিল। 

আরও পড়ুন: 

রেস্তরাঁ থেকে বেরিয়ে আরভি দেখেন কয়েকজন অজ্ঞাতপরিচয় তার গাড়ির গায়ে প্রস্রাব করছেন। এই দৃশ্য দেখে আরভি ক্ষুব্ধ হন। 


বিজ্ঞাপন


তিনি অজ্ঞাতপরিচয়দের জিজ্ঞাসা করেন, ‘এই, এটা তোমরা কী করছ?’ এ কথা শুনে অজ্ঞাতপরিচয়েরা বলেন, ‘আমাদের যা ইচ্ছা হয়েছে, তা-ই করছি।’ 

তার পর তাদের মধ্যে একজন আরভির দিকে এগিয়ে আসেন। আচমকা তার মাথা এবং মুখ লক্ষ্য করে ঘুষি চালান। অতর্কিত হামলায় রাস্তায় পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন আরভি।

আরভির প্রেমিকা তখন অজ্ঞাতপরিচয়দের কাছে ক্ষমাভিক্ষা চেয়েছিলেন। কিন্তু তার পরও তারা শোনেননি। চলে বেধড়ক মারধর। আরভির প্রেমিকা ৯১১-এ ফোন করে জরুরি ভিত্তিতে সাহায্যের আর্জি জানান। 

আরও পড়ুন: 

ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছে আরভিকে হাসপাতালে ভর্তি করান। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ঘটনার পাঁচদিন পর ২৪ অক্টোবর মৃত্যু হয় আরভির। 

অজ্ঞাতপরিচয়দের মধ্যে একজন চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে এডমন্টন পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তির নাম কাইল প্যাপিন। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আরভির দুই সন্তান রয়েছে।

গত সোমবার কানাডায় ভারতীয় বংশোদ্ভূত এক শিল্পপতি দর্শন সিংহ সহসিকে গুলি করে খুন করা হয়। সেই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিশ্নোই গ্যাং। 

বাসভবনের সামনেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর