রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ঢাকা

পাক-ভারত যুদ্ধবিরতির কৃতিত্ব ফের নিজের বলে দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ এএম

শেয়ার করুন:

Tramp
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

গত ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা তিনিই করেছিলেন বলে ফের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (২৯ অক্টোবর) এশিয়া সফরের শেষ ধাপে দক্ষিণ কোরিয়ায় তিনি এই মন্তব্য করেন বলে দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে। 


বিজ্ঞাপন


ট্রাম্প এও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ভারত অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার দাবি করার সময় ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করেন এবং তাকে ‘দেখতে সবচেয়ে ভালো মানুষ’ বলে অভিহিত করেন।

পাঁচ মাস ধরে ট্রাম্প যেভাবে দাবি করে আসছিলেন, বুধবারও তিনি সেভাবেই বলেছেন। তিনি দুই দেশের মধ্যে কেবল যুদ্ধবিরতিই ঘটাননি, বরং উভয় পক্ষের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করতে অস্বীকৃতি জানিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সম্ভাব্য ‘পারমাণবিক যুদ্ধ’ থামিয়ে দিয়েছেন বলে দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘এরা দুটি পারমাণবিক রাষ্ট্র এবং তারা সত্যিই একে অপরের বিরুদ্ধে লড়ছিল। তাই আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে বলি, ‘আমরা আপনার সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে পারব না। কারণ, আপনারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে ভালো মানুষ, তবে তিনি ‘কঠিন’। কিন্তু আক্ষরিক অর্থে দুই দিন পর তারা (ভারত ও পাকিস্তান) আমাকে ফোন করে বলে, ‘আমরা বুঝতে পেরেছি এবং এরপর তারা যুদ্ধ থামিয়ে দেয়।’


তবে ট্রাম্প বারবার পাক-ভারত যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেও নয়াদিল্লি বরাবরই তার এই দাবি অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতির অনুরোধ ইসলামাবাদই করেছিল।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর