শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৪০ এএম

শেয়ার করুন:

Russia
ছবি: এআই দিয়ে বানানো

বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়া এবার পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) মস্কোর একটি হাসপাতালে যুদ্ধে আহত সৈন্যদের সঙ্গে আলাপকালে এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


বিজ্ঞাপন


তিনি জানান, পরীক্ষাটি মঙ্গলবার (২৮ অক্টোবর) করা হয়েছে। এটি একটি দুর্দান্ত সাফল্য। পসেইডনের শক্তি সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে ছাড়িয়ে গেছে।

Putin
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে গত সপ্তাহে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনা করেন পুতিন। এরপর রোববার তিনি ঘোষণা দেন, রাশিয়া পারমাণবিক শক্তিচালিত ‘বুরেভেস্টনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

মস্কো জানিয়েছে, পরীক্ষা করার সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করে। এটি প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে উড়েছে।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর