মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

ভোটের জন্য নাচতে বললে নেচে দেখাবেন মোদি: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

ভোটের জন্য নাচতে বললে নেচে দেখাবেন মোদি: রাহুল গান্ধী

ভোট পাওয়ার জন্য যা বলা হবে, সেটাই করতে রাজি হয়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনকি নাচতে বললে তিনি নেচে দেখাতেও পারবেন বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

বুধবার বিহারের বিধানসভা নির্বাচন উপলক্ষে মুজাফ্ফরপুর এক জনসভা থেকে বিজেপি এবং মোদিকে আক্রমণ শানান রাহুল।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘যদি আপনি বলেন যে মোদিজি ভোটের জন্য আপনি এরকম নাটক করুন, উনি করে দেবেন। যা করাতে চান, করিয়ে নিন। আমি আপনাদের বলছি। যা বলবেন। (যদি বলা হয় যে) আমরা আপনাকে ভোট দেব, আপনি স্টেজে এসে নাচুন। নেচে দেখাবেন মোদি। আপনারা চেষ্টা করুন। (বলে দেখুন যে) মোদিজি আপনি স্টেজে আসুন। ভাষণ দিতে হবে না। নেচে দিন। আমরা আপনাকে ভোট দিয়ে দেব। দেখবেন যে তিনি নেচে দেখাবেন। যা করাতে চান, করিয়ে নিন।’

সেখানেই থামেননি রাহুল। তিনি অভিযোগ করেছেন, নীতীশ কুমার নেহাতই বিহার সরকারের মুখ। কিন্তু বিহার সরকারের রিমোট কন্ট্রোল আছে বিজেপির হাতে। 

রাহুলের কথায়, ‘তেজস্বী যাদবের সঙ্গে আমি একমত। যিনি আমার ঠিক আগেই কথা বললেন। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিহারে সরকার চালানো হচ্ছে। তারা শুধু নীতীশ কুমারের মুখটা ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘তিন-চারজন (বিহার সরকারকে) নিয়ন্ত্রণ করে। বিজেপি সরকারকে নিয়ন্ত্রণ করে। ওদের রিমোট কন্ট্রোল আছে। সামাজিক ন্যায়ের সঙ্গে ওদের কোনও সম্পর্ক নেই। লোকসভায় প্রধানমন্ত্রীর সামনে আমি বলেছি যে আপনার জাতীয় আদমশুমারি করা উচিত। উনি একটাও কথা বলেননি। বিজেপি সামাজিক ন্যায়ের বিরুদ্ধে। ওরা সেটা চায় না।’


বিজ্ঞাপন


এদিকে রাহুলের মন্তব্যের পালটা আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির নেতা প্রদীপ ভান্ডারি বলেন, ‘স্থানীয় গুন্ডাদের মতো কথা বলেন রাহুল গান্ধী। স্পষ্টতই ভারত এবং বিহারের প্রত্যেক গরিব মানুষকে রাহুল গান্ধী অপমান করেছেন, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছেন। রাহুল গান্ধী ভোটার এবং ভারতীয় গণতন্ত্রকে নিয়ে উপহাস করেছেন।’

সূত্র: হিন্দুস্তান টাইমস


এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর