সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাম্পকে সোনার মুকুট উপহার দিল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সোনার মুকুট উপহার দিয়েছে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার ঐতিহাসিক শহর কিয়ংজুতে ট্রাম্প ও মার্কিন কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। সেখানেই দেশটির সর্বোচ্চ সম্মাননা পদত ‘অর্ডার অব মুগুংওয়া’ এবং সিল্লার রাজাদের পরা মুকুটের একটি রেপ্লিকা ট্রাম্পকে উপহার দেন তিনি।  


বিজ্ঞাপন


উপহার পেয়ে খুশি হয়ে ট্রাম্প জানান, এটি তার কাছে ‘খুব বিশেষ’ কিছু এবং তিনি ‘এখনই’ এটি পরতে চান।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, এই উপহার দুই দেশের মধ্যে ‘শান্তিপূর্ণ সহাবস্থান ও যৌথ উন্নয়নের নতুন যুগ’-এর প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

trump1

জানা গেছে, এই মুকুটটি তৈরি করা হয়েছে প্রাচীন সিল্লা সাম্রাজ্যের রাজমুকুটের প্রতিরুপ। আসল সোনার মুকুটটি কোরিয়ার জাতীয় জাদুঘরের সংরক্ষিত আছে। এই মুকুটটি ৫৭ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত কোরিয় অঞ্চল শাসন করা সিল্লা রাজবংশের ‘পবিত্র কর্তৃত্ব ও পরম শাসনের প্রতীক’ ছিল। 


বিজ্ঞাপন


এরআগে এশিয়া সফরের চতুর্থ দিনে বুধবার নীয় সময় পৌনে ১২টার দিকে দক্ষিণ কোরিয়া রাজধানী সিউলে পৌঁছান ট্রাম্প। সফরে কিয়ংজু শহরেই আগামীকাল বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসবেন ট্রাম্প। 

সূত্র: সিএনএন, রয়টার্স


এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর