সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ২৫ অঙ্গরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল ২৫ অঙ্গরাজ্য

নিম্নআয়ের আমেরিকানদের খাদ্য সহায়তা বন্ধ ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলো। অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানসাস, নিউইয়র্ক, ওয়াশিংটন ও উইসকনসিনসহ মোট ২৫টি অঙ্গরাজ্য এই মামলায় অংশ নিয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রায় চার কোটি নিম্নআয়ের মানুষের জন্য ব্যবহৃত এই খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন বন্ধ ঠেকাতে মার্কিন অঙ্গরাজ্যগুলো আদালতের শরণাপন্ন হয়েছে। তারা চায়, প্রশাসন যেন ৬০০ কোটি ডলার জরুরি তহবিল ব্যবহার করে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) চালু রাখে। ‘ফুড স্ট্যাম্প’ নামেও পরিচিত প্রোগ্রামটিতে প্রতিমাসে ৮০০ কোটি ডলার ব্যয় করে মার্কিন প্রশাসন।


বিজ্ঞাপন


প্রতিবেদনে আরও  বলছে, ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে ২৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি এই মামলায় যুক্ত হয়েছে। তাদের যুক্তি, প্রশাসন যদি জরুরি তহবিল ব্যবহার না করে, তবে তা আইনবিরুদ্ধ হবে এবং দরিদ্র নাগরিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মামলায় বলা হয়েছে, এসএনএপি কর্মসূচি বন্ধ হলে জনগণের স্বাস্থ্য ও কল্যাণ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য সহায়তা বন্ধ মানে অনাহার, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতার বিস্তার। বিশেষ করে শিশুদের মধ্যে একাগ্রতা হ্রাস, ক্লান্তি, বিষণ্নতা এবং আচরণগত সমস্যার মতো গুরুতর প্রভাব ফেলতে পারে।

এদিকে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, তারা এই জরুরি তহবিল ব্যবহার করবে না এবং নভেম্বরের মধ্যেই অর্থ শেষ হয়ে গেলে কর্মসূচিও বন্ধ হয়ে যাবে। এই অর্থ প্রাকৃতিক দুর্যোগের মতো অন্য জরুরি প্রয়োজনে সংরক্ষিত, তাই তা ব্যবহার করা সম্ভব নয়।

সংস্থাটি এক ঘোষণায় জানিয়েছে, ‘সহজভাবে বললে, কূপ এখন শূন্য’— অর্থাৎ খাদ্য সহায়তার অর্থ শেষ।


বিজ্ঞাপন


অন্যদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। একই সঙ্গে প্রায় এক মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের অচলাবস্থা বা শাটডাউনেরও এখনো কোনো সমাধান হয়নি।

রয়টার্সের তথ্যমতে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী- যেসব পরিবারের মাসিক আয় ১ হাজার ৬৩২ ডলারের কম তারাই ‘ফুড স্ট্যাম্প’ প্রোগ্রামের আওতায় প্রতিমাসে খাদ্য কেনার জন্য অর্থ পেয়ে থাকে। 

সূত্র: বিবিসি, রয়টার্স


এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর