সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর গাজায় ফের যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর গাজায় ফের যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামালায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে গাজায় চলমান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার বাহিনী।

বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজা উপত্যকায় হামাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলার পর রাজনৈতিক নেতাদের নির্দেশে স্থানীয় সময় সকাল ১০টা থেকে সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করেছে।’


বিজ্ঞাপন


এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১২ ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে ব্যাপক বিমান হামলায় ৪৬ শিশুসহ কমপক্ষে ১০৪ জন ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ২৫৩ জন আহত হয়েছে। এতে 
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১১ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৫৯৭ জন আহত হয়েছেন। 

এরআগে গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর গাজায় ‘তাৎক্ষণিক ও শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ দের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মূলত, মঙ্গলবার বিকালে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে এক ইসরায়েলি সেনা নিহত হয়। তবে তার ওপর কে বা কারা হামলা চালিয়েছিল সেটি নিশ্চিত নয়। ওই সেনার মৃত্যুর পর ইসরায়েল দাবি করে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এছাড়া মৃত জিম্মিদের মরদেহ সময়মতো ফেরত না দিয়ে হামাস চুক্তি ভঙ্গ করেছে বলেও দাবি করে তারা। এরপরই রাতে গাজায় ব্যাপক হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। তার নির্দেশের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় এসে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে।

তবে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুলাইহ আল-হিন্দি বলেছেন, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বন্দিদের মরদেহ উদ্ধার করা তাদের জন্য ‘কঠিন’ হয়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং বাকি মৃতদেহ ফেরতের দায় ইসরায়েলের।


বিজ্ঞাপন


হামাস আরও জানিয়েছে, রাফাহতে যে গুলি-হামলা হয়েছে, তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা ইসরায়েলের হামলাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে দেখেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গাজায় ইসরায়েলের হামলার পরও যুদ্ধবিরতি স্থিতিশীল আছে। তিনি বলেন, ‘ছোটখাটো সংঘাত হতে পারে, তবে প্রেসিডেন্টের মধ্যস্থতায় চুক্তি বজায় থাকবে।’

সূত্র: আনাদোলু, আলজাজিরা

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর