ক্যাটাগরি ৫ মাত্রার শক্তিশালী হারিকেন মেলিসা জ্যামাইকায় আঘাত হেনেছে। গত ১৭৪ বছরে দ্বীপ রাষ্ট্রটির ওপর এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত।
মেলিসা বিপর্যয়কর বন্যা, ভূমিধস ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। রেডক্রস সতর্ক করেছে, এতে অন্তত ১৫ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বিজ্ঞাপন
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জ্যামাইকার বাসিন্দাদের ঘরে থাকতে এবং আশ্রয়স্থল না ছাড়তে অনুরোধ জানিয়েছে।
সংস্থাটি মাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে জানানো হয়, ‘এটি অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতি। আপনার নিরাপদ স্থানে থাকুন।’
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার আরও সতর্ক করেছে, ‘ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় আশ্রয় ছেড়ে বের হবেন না, কারণ অন্য পাশ দিয়ে প্রবল বেগে বাতাস ফিরে আসবে।’
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়
বিজ্ঞাপন
ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) বেগে বইছে ঘূর্ণিঝড় মেলিসা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) এর তথ্য বিশ্লেষণ করে এএফপি জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়।
বাতাসের গতি ও চাপের দিক থেকে এটি সেপ্টেম্বরে পূর্ব এশিয়ায় আঘাত হানা টাইফুন রাগাসাকেও ছাড়িয়ে গেছে, যার সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ২৬৭ কিলোমিটার (১৬৬ মাইল)।
কিউবায় সতর্কতা
এদিকে কিউবার জনস্বাস্থ্য মন্ত্রী হোসে অ্যাঞ্জেল পোর্তাল মিরান্দা সামাজিক মাধ্যমে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘কিউবার পূর্বাঞ্চলে হারিকেন মেলিসার সম্ভাব্য প্রভাবের মুখে স্বাস্থ্যসেবা সচল রাখতে আমরা নেওয়া পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সবাইকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’
এমআর

