রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কখন আঘাত হানবে হারিকেন ‘মেলিসা’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২০ এএম

শেয়ার করুন:

কখন আঘাত হানবে হারিকেন ‘মেলিসা’
বিরল ক্যাটাগরি-৫ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে হারিকেন মেলিসা।

ক্যারিবীয় সাগরে সৃষ্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হারিকেন মেলিসা’ বিরল ক্যাটাগরি-৫ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঘণ্টায় ২৮২ কিলোমিটার (১৭৫ মাইল) বেগে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোরের দিকে জ্যামাইকার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, মেলিসা বর্তমানে রাজধানী কিংস্টনের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৩৩ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর গতিবেগ ঘণ্টায় ৬ কিলোমিটার এবং বাতাসের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ২৮২ কিলোমিটার (১৭৫ মাইল)। শক্তিশালী ঘূর্ণিঝড়টি সোমবার রাত ও মঙ্গলবার সকালে ভয়াবহ বৃষ্টি, জলোচ্ছ্বাস ও প্রাণঘাতী বাতাস নিয়ে জ্যামাইকায় আঘাত হানতে পারে। খবর বিবিসির।


বিজ্ঞাপন


মেলিসার ধীরগতির কারণে জ্যামাইকায় বৃষ্টি দীর্ঘ সময় ধরে হবে বলে মনে করা হচ্ছে, যা ভয়াবহ বন্যা ও ভূমিধসের সম্ভাবনা বাড়িয়েছে। আগামী চার দিনে দ্বীপটিতে ১০০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

এনএইচসির উপপরিচালক জেমি রোম বলেন, ধীরগতির কারণে এই অতিবৃষ্টির সম্ভাবনা জ্যামাইকায় একটি ভয়াবহ দুর্যোগ সৃষ্টি করবে। ইতোমধ্যে হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে।

জ্যামাইকার সরকার রাজধানী কিংস্টনসহ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পুরো দ্বীপকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডানা মরিস ডিকসন জানিয়েছেন, সরকার ৮৮১টি আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে, যা সবার জন্য বিনামূল্যে।

প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস দ্বীপজুড়ে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের তৎক্ষণাৎ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এক্সে (আগের টুইটার) তিনি লিখেছেন, ‘প্রতিটি জ্যামাইকানকে অনুরোধ করছি-প্রস্তুত থাকুন, ঘরে থাকুন ও সরিয়ে নেওয়ার নির্দেশ মানুন। আমরা এই ঝড় পার হব এবং আরও শক্তভাবে ফিরে আসব।’


বিজ্ঞাপন


উত্তর উপকূলে অনেক মানুষ স্কুল ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। টোল বুথগুলো খোলা রাখা হয়েছে যাতে যানজট না হয়। স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর জন্য স্কুলবাসে সড়ক ব্যবহার করছেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর