রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জিম্মিদের মরদেহ উদ্ধারে ‘ইয়েলো লাইনে’ প্রবেশের অনুমতি পেল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

জিম্মিদের মরদেহ উদ্ধারে ‘ইয়েলো লাইনে’ প্রবেশের অনুমতি পেল হামাস

গাজায় বন্দি অবস্থায় নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ অনুসন্ধান ও উদ্ধারের জন্য হামাস, মিসরীয় ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)-এর দলগুলোকে অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 

ইসরায়েল সরকার জানিয়েছে, হামাস সদস্যদেরও আইসিআরসি দলগুলোর সঙ্গে গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রিত এলাকায় তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


একজন ইসরায়েলি মুখপাত্র জানান, মিসরীয় দলকে আইসিআরসি’র সঙ্গে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে মৃতদেহগুলো শনাক্ত করতে এবং তারা ‘ইয়েলো লাইন’-এর বাইরে অনুসন্ধানে এক্সকাভেটর মেশিন ও ট্রাক ব্যবহার করবে।

প্রসঙ্গত, ‘ইয়েলো লাইন’ হচ্ছে সেই সীমারেখা যা গাজার উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক ধরে চলে—যেখানে ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপের অংশ হিসেবে সরে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় এই ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়েছে। 

এদিকে এই খবরে জিম্মিদের স্বজনরা জন্য স্বস্তি প্রকাশ করেছে, যারা মরদেহগুলোকে যথাযথভাবে দাফন করতে মরিয়া।


বিজ্ঞাপন


উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার ভিত্তিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে দুই বছরের যুদ্ধের অবসান ঘটে। 

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের আওতায় ২৮ জন মৃত ইসরায়েলি জিম্মির মধ্যে ১৫ জনের মৃতদেহ হস্তান্তর করেছে। চুক্তি অনুযায়ী, তাদের সব মৃতদেহ ফেরত দিতে হবে।

এছাড়াও ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাসকে দ্রুত মৃতদেহগুলো ফেরত দিতে হবে, ‘না হলে এই মহান শান্তি প্রক্রিয়ায় যুক্ত অন্য দেশগুলো পদক্ষেপ নেবে।’

হামাস জানিয়েছে, বাকি মরদেহগুলো উদ্ধারে তারা এখন মিসরীয় কর্তৃপক্ষ ও আইসিআরসির সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে।

সূত্র: বিবিসি, আনাদোলু

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর