নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির সমালোচনা করতে গিয়ে প্রতিপক্ষ প্রার্থীরা তার ধর্মীয় পরিচয় সামনে আনছেন বলে অভিযোগ উঠেছে।
যদিও সেই সব সমালোচনায় বিচলিত নন বলেই জানিয়েছেন মামদানি।
বিজ্ঞাপন
নিউ ইয়র্কে ২০০১ সালের জঙ্গি হামলার পরে তার স্বজন হিজাব পরে শহরের সাবওয়ে দিয়ে যেতে নিরাপদ বোধ করতেন না বলে দাবি করেছেন এই নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী।
তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।
তিনি বলেছেন, জোহরানের দাবি, ৯/১১ হামলার পরে আসল শিকার ছিলেন তার আত্মীয়। তার অভিযোগ, তার দিকে কেউ কুনজরে তাকিয়েছিল।
আরও পড়ুন: পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর গ্রহাণু
আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। গাজায় ইসলাইলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে।
তবে, মামদানির এই জনসমর্থন সহজে মেনে নিতে রাজি নন অনেকেই। বিভিন্ন উপায়ে তাকে আক্রমণ করতে ছাড়ছে না প্রতিপক্ষ। এরইমধ্যে বেশ কয়েকবার তাকে ইসলামপন্থির তকমা দিয়েছেন অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো।
পাশাপাশি, তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন দাবি করেছেন নিউইয়র্কের সাবেক এই গভর্নর।
শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউইয়র্কের ইহুদিরাও। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বার বার ইসরায়েলবিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত তারা।
মামদানি নিউইয়র্কে ইহুদীবিদ্বেষ ছড়াচ্ছেন এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে সই করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাব্বিরা।
সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, একারণেই এমন পদক্ষেপ তাদের। যেসব রাব্বিরা সই করছে না তাদেরও তালিকা প্রস্তুত করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ।
এরই মধ্যে চিঠিতে জমা পড়েছে ১ হাজারেরও বেশি ইহুদী ধর্মগুরুর স্বাক্ষর, যা মার্কিন ইতিহাসে বিরল একটি ঘটনা। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ মেট্রোপলিটন শহরের নগরপিতা নির্বাচন।
-এমএমএস

